উত্তরবঙ্গ সবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর হয়ে চরবৃত্তির অভিযোগে রাজস্থানের জয়সলমের জেলা থেকে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিআইডি সূত্রের খবর, ধৃত ব্যক্তির নাম হানিফ খান (৪৭)। তিনি জয়সলমেরের বাসানপীর জুনি (Basanpeer Jooni) এলাকার বাসিন্দা। অর্থের বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য আইএসআই-কে পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
রাজস্থান পুলিশের সিআইডি (গোয়েন্দা) ইউনিটের আইজি ড. বিষ্ণুকান্ত জানান, দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন গুপ্তচরবৃত্তির কার্যকলাপের উপর নজর রাখছিল গোয়েন্দা দল। সেই নজরদারির সময়ই হানিফ খানের সন্দেহজনক গতিবিধি তাঁদের নজরে আসে।
তদন্তে জানা গিয়েছে, হানিফ খান নিয়মিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখছিল। “অপারেশন সিঁদুর”-এর সময় এই হ্যান্ডলারের সঙ্গে তার পরিচয় ছিল। অভিযোগ, সেই সময় সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সে শেয়ার করেছিল ওই পাক হ্যান্ডেলারের সঙ্গে। সীমান্ত এলাকায় তার অবাধ যাতায়াতের কারণে এই ধরনের তথ্য সংগ্রহ তার পক্ষে সহজ হয়ে উঠেছিল।
গোয়েন্দা দল হানিফ খানের মোবাইল ফোন পরীক্ষা করে তার বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পেয়েছে। সমস্ত তথ্য যাচাই করে ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট (Official Secrets and techniques Act, 1923)-এর অধীনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, চলতি বছরে জয়সলমের থেকে এই নিয়ে চতুর্থ গুপ্তচর গ্রেপ্তারের ঘটনা এটি।