নয়াদিল্লি : বিদেশি পর্যটককে ধর্ষণ ও খুনের দায়ে গোয়ার এক ব্যক্তিকে সোমবার যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। দোষীর নাম ভিকাট ভগত (৩১)। ২০১৭ সালে গোয়ার কানাকোনার নির্জন মাঠে ২৮ বছরের এক আইরিশ-ব্রিটিশ পর্যটকের দেহ উদ্ধার হয়েছিল। তার মুখ ও মাথায় ছিল গুরুতর আঘাতের চিহ্ন। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপর তদন্তে নেমে পুলিশ ভিকাটকে গ্রেপ্তার করে।
তার শার্ট এবং টু-হুইলারে নির্যাতিতার রক্তের নমুনা পাওয়া যায়। অভিযুক্তের বাসভবনের কাছে উদ্ধার হয় রক্তমাখা কাপড়। সেই সমস্ত প্রমাণ পুলিশ আদালতে পেশ করে। ভিকাটের বিরুদ্ধে ধর্ষণের, খুন, চুরি ও প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ এনে মামলা শুরু হয়। আট বছর ধরে চলছিল বিচার প্রক্রিয়া। সোমবার মারগাঁও প্রিন্সিপাল জেলা ও দায়রা আদালত ভিকাটকে দোষী সাব্যস্ত করে। এদিন তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।