Irfan Pathan | মাহির নয়া নজির, ফের ধোনিকে খোঁচা ইরফানের

Irfan Pathan | মাহির নয়া নজির, ফের ধোনিকে খোঁচা ইরফানের

ভিডিও/VIDEO
Spread the love


নয়াদিল্লি: হুক্কা বিতর্কের রেশ কাটার আগেই ফের নয়া বিতর্ক। এবার নিশানায় উইকেটকিপিং গ্লাভস। আর সেই গ্লাভসে থাকা ভারতীয় সেনার লোগো। মহেন্দ্র সিং ধোনি বনাম ইরফান পাঠান ‘যুদ্ধ’ থামতেই চাইছে না। দিন কয়েক আগেই প্রাক্তন অলরাউন্ডার ইরফান অভিযোগ করেছিলেন, ধোনিকে যাঁরা হুক্কা বানিয়ে দিতেন, তাঁরাই ভারতীয় দলের প্রথম একাদশে বেশি সুযোগ পেতেন। ইরফানের এমন অভিযোগ নিয়ে বিতর্ক এখনও চলছে।

তার মধ্যেই আজ জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান ফের মাহির বিরুদ্ধে তোপ দেগেছেন। ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে একদিনের বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে কিপিং গ্লাভসে মাহি ভারতীয় সেনার ব্যাজ ও লোগো ব্যবহার করেছিলেন। সেই সময় এমন ঘটনা নিয়ে বিতর্কও হয়েছিল। পরে ধোনি গ্লাভস বদলেও ফেলেছিলেন। আচমকা ছয় বছর আগের সেই ঘটনা টেনে এনে ধোনিকে খোঁচা দিয়ে ইরফান সমাজ মাধ্যমে লিখেছেন, ‘লেফটেন্যান্ট কর্নেল ধোনির ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা আমরা জানি। আমরাও সেনাকে ভালোবাসি। কিন্তু বিশ্বকাপের মতো আসরে আইসিসি-র কিছু নিয়ম রয়েছে। সবাইকে সেই নিয়ম মেনে চলতে হয়। আমার প্রশ্ন, যদি প্রতিপক্ষ দলের কোনও ক্রিকেটার তাদের দেশের সেনার লোগো পরে মাঠে নামে, তাহলে আমাদের কি ভালো লাগবে?’

অতীতের নানা ঘটনাকে কেন ধারাবাহিকভাবে টেনে আনছেন ইরফান, কারও জানা নেই। তাঁর মনের অন্দরে কী চলছে, তাও অজানা। ইরফানের এমন অভিযোগ নিয়ে ধোনির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। মাহি এমন ঘটনাকে কোনওদিনও পাত্তাই দেন না। এমন বিতর্কের মধ্যেই আজ নয়া নজির গড়েছেন ধোনি। টিভি বিজ্ঞাপনের আসরে সম্প্রতি বিরাট কোহলি, অমিতাভ বচ্চনদের টপকে গিয়েছেন তিনি। টিভির বিজ্ঞাপনে জনপ্রিয়তার নিরিখে মাহির সামনে এখন শুধু শাহরুখ খান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *