উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : হঠাৎ যেন তেড়েফুঁড়ে উঠেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তবে এবার ক্রিকেট মাঠের বদলে মুখে। চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করছেন সতীর্থ থেকে প্রতিপক্ষকে।
একটি সাক্ষাৎকারে ইরফান দাবি করেছিলেন, এমএস ধোনির জন্য তাঁর কেরিয়ার নষ্ট হয়েছে। ওই সময় দলের কোচ গ্যারি কার্স্টেনের ভূমিকা ছিল কাঠের পুতুলের মতো।
এরপর এবার পড়শি দেশ পাকিস্থানকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন ইরফান পাঠান। তাঁর কথায়, পাকিস্তান নিজেদের গোটা বিশ্বের মুসলিমদের অভিভাবক বলে মনে করে। তাদের এমন হাবভাব যেন গোটা বিশ্বের সমস্ত মুসলিম দেশের দায়িত্ব তাদের ওপরেই। কিন্তু এটা ওদের একেবারে ভুল ধারণা। পাকিস্তানের এমন ধারণা থেকে বেরিয়ে এসে নিজেদের সমস্যা মেটানোর চেষ্টা করা উচিত।
ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের বিরুদ্ধে যথেষ্ট সফল বোলার ইরফান পাঠান। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অন্যতম নায়ক ছিলেন তিনি।
প্রসঙ্গত, পহেলগাম হামলার পর লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি ভারত। ভারতীয়দের ওই দলে ছিলেন শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, অম্বাতি রায়ডু, রবিন উথাপ্পারা।