উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ইজরায়েলে পরপর মিসাইল হামলা চালিয়ে অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করল ইরান। মঙ্গলবার সকালে ইজেরায়েলের শহর বে’র শেভায় একটি আবাসিক ভবনে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। সেই ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। প্রকাশ্যে আসা ভিডিও (সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)-তে দেখা যাচ্ছে, আবাসন ও তার সামনে রাখা গাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই হামলার পর এবার ‘শত্রুতা বন্ধের’ ঘোষণা করেছে আয়াতুল্লা খামেনেইয়ের দেশ।
সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি অনুসারে, মঙ্গলবার ভোর থেকে ইরানের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ১২ ঘণ্টা পরে ইজরায়েলের ক্ষেত্রে এই চুক্তি কার্যকর হবে। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইরান হামলা চালায়। হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম। খামেনেইয়ের দেশের তরফে জানানো হয়েছে, তারা শত্রুতা বন্ধ করবে। ইরানের বিদেশমন্ত্রী বলেছেন, ‘ইজরায়েল যদি আক্রমণ বন্ধ করে, তবে তেহরানের আক্রমণ চালিয়ে যাওয়ার কোনও ইচ্ছা নেই।’ যদিও সংঘাত বন্ধের বিষয়ে ইজরায়েলের পক্ষ থেকে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।