Iran-Israel Battle | ‘যুদ্ধবিরতি কার্যকর, অনুগ্রহ করে লঙ্ঘন করবেন না’, ইরান-ইজরায়েলকে সতর্ক করে বার্তা ট্রাম্পের

Iran-Israel Battle | ‘যুদ্ধবিরতি কার্যকর, অনুগ্রহ করে লঙ্ঘন করবেন না’, ইরান-ইজরায়েলকে সতর্ক করে বার্তা ট্রাম্পের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি (Iran-Israel Battle)। আর সেই যুদ্ধবিরতি লঙ্ঘন না করার বার্তা দিয়েই ইরান ও ইজরায়েলকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতির (Ceasefire) আনুষ্ঠানিক ঘোষণা করেছেন তিনি।

যুদ্ধবিরতি নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে তৃতীয় পোস্ট করেছেন ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।’

যদিও সোমবার গভীর রাতেই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, ইরান ও ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর জন্য দুই দেশকে ধন্যবাদও জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি অনুসারে, ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে ইরানের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ১২ ঘণ্টা পরে ইজরায়েলের ক্ষেত্রে এই চুক্তি কার্যকর হবে। কিন্তু তা খারিজ করে দেয় ইরান। এরপর ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পর ফের ইরান ইজরায়েলে হামলা চালায় বলে অভিযোগ। এরপরই খামেনেইয়ের দেশের তরফে জানানো হয়, তারা শত্রুতা বন্ধ করবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘ইজরায়েল যদি আক্রমণ বন্ধ করে, তবে তেহরানের আক্রমণ চালিয়ে যাওয়ার কোনও ইচ্ছা নেই।’ এরপরেই ফের সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টে যুদ্ধবিরতির কথা জানালেন ট্রাম্প।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *