IPL Trophy | আজ কোচবিহারে আসছে আইপিএল ট্রফি

IPL Trophy | আজ কোচবিহারে আসছে আইপিএল ট্রফি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কোচবিহার : আজ কোচবিহারে আসছে আইপিএল ট্রফি। বুধবার বিকেল তিনটে থেকে কোচবিহার স্টেডিয়ামে ট্রফির প্রদর্শনী শুরু হবে। চলবে রাত ন’টা পর্যন্ত। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তরফে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ট্রফিটির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। সেই ‘ট্রফি ট্যুর’-এর অঙ্গ হিসেবে কেকেআর কর্তৃপক্ষ কোচবিহারে তাদের ট্রফিটি নিয়ে আসছে। এর লক্ষ্য আরও বেশি ফ্যানদের কাছে পৌঁছে যাওয়া।

তবে শুধু সামনে থেকে দেখাই নয়, আইপিএলের ট্রফির সঙ্গে ক্রিকেটপ্রেমীরা ছবিও তুলতে পারবেন। জেলা ক্রীড়া সংস্থার সচিব সুব্রত দত্ত বলেছেন, ‘সবাইকে শৃঙ্খলাবদ্ধভাবে ট্রফি দেখার জন্য আবেদন জানাচ্ছি।’

এর আগে ২০২৩ সালে কোচবিহার স্টেডিয়ামে আইপিএলের ফ্যান পার্ক তৈরি করা হয়েছিল। আইপিএলের গভর্নিং বডির তরফে ফ্যান পার্কে জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখার ব্যবস্থাও করা হয়েছিল।

জেলা ক্রীড়া সংস্থার দাবি, ফ্যান পার্কে একদিনে প্রায় পঞ্চাশ হাজার মানুষ ম্যাচ দেখেছিলেন। যা অন্য ফ্যান পার্কের তুলনায় অনেক বেশি। এখানে আইপিএল নিয়ে উৎসাহের কথা মাথায় রেখেই এই ট্রফি ট্যুর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *