IPL Last 2025 | নেপথ্যে রাজনীতি! ইডেন থেকে সরে আইপিএলের ফাইনাল গেল মোদির রাজ্যে

IPL Last 2025 | নেপথ্যে রাজনীতি! ইডেন থেকে সরে আইপিএলের ফাইনাল গেল মোদির রাজ্যে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আশঙ্কাই সত্যি হল। ইডেন থেকে সরে গেল আইপিএল ফাইনাল। ৩ জুন ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারত-পাক যুদ্ধ আবহের আগে পর্যন্ত ইডেনেই ফাইনাল হওয়ার কথা ছিল। পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গেও আইপিএল ফাইনালের স্থান বদল করল বিসিসিআই। বোর্ডের এই সিদ্ধান্তে হতাশ বাংলার ক্রীড়ামহল।

যুদ্ধ পরিস্থিতির কারণে আইপিএলের প্রথা বদলে দিল বিসিসিআই। এ বার আইপিএল শুরুর সময়ে যে সূচি তৈরি হয়েছিল, তাতে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল দেওয়া হয়েছিল ইডেনে। দ্বিতীয় কোয়ালিফায়ারের তারিখ ছিল ২৩ মে। ফাইনাল ২৫ মে। কেকেআর গত বারের চ্যাম্পিয়ন। প্রথা অনুযায়ী উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল আগের বারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে হয়। এবার আর সেটা হচ্ছে না। এবারের আইপিএলের ফাইনাল কোথায় হবে সেই বিষয়ে মঙ্গলবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক হয়। বৈঠকের পর ভারতীয় ক্রিকেট বোর্ড সমাজমাধ্যমে জানিয়েছে, ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর হবে পঞ্জাবের মুল্লানপুরের নতুন স্টেডিয়াম। এই ম্যাচ দু’টি হবে যথাক্রমে ২৯ এবং ৩০ মে।

সুতরাং, এবছর আর কোনও ম্যাচ হবে না কলকাতায়। শুধু ফাইনাল ম্যাচই নয়, প্লে-অফ পর্বের দু’টি ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে ইডেন থেকে। বেঙ্গালুরু থেকেও একটি ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে। লিগ পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ হবে ২৩ মে লখনউয়ে। বৃষ্টির সম্ভাবনা থাকায় এই ম্যাচটিও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

কেন ইডেন থেকে সরয়ে দেওয়া হল আইপিএলের ফাইনাল ম্যাচ? এই বিষয়ে বোর্ডের কর্তারা কোনও মন্তব্য না করলেও সূত্রের খবর ৩ জুন ফাইনালের দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমেরিকার একটি বেসরকারি অ্যাপে পাওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, সেদিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬৫ শতাংশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বা দিল্লির মৌসম ভবনের তরফে এমন কোনও পূর্ভাভাস দেওয়া হয়নি। কারণ, এক সপ্তাহ আগেই সঠিক পূর্বাভাস দেওয়া সম্ভব। তবে ফাইনালের জায়গা বদলের পিছনে অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন। তাঁদের মতে, আইপিএল ফাইনাল স্থানান্তরণের নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদি-অমিত শাহ রাজনীতির লড়াইও বড় ভূমিকা নিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *