IPL 2025 Ultimate | বিরাটের স্বপ্নপূরণ, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

IPL 2025 Ultimate | বিরাটের স্বপ্নপূরণ, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১৭ বছরের অবসান। আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আরসিবি ৯ উইকেট হারিয়ে করে ১৯০ রান তোলে। বিরাট কোহলি করেন ৪৩ রান। জবাবে ২০ ওভার ব্যাট করে ১৮৭ রানে শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। ৩ রানে ম্যাচ জিতে ১৮তম আইপিএল ট্রফি ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে এবারও ট্রফি অধরা রইল পাঞ্জাব কিংসের।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৮তম আইপিএলের ফাইনালে পরস্পর মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। এদিন টসে জিতে আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠান পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। আরসিবি’র হয়ে ব্যাট করতে নামেন বিরাট কোহলি ও ফিল সল্ট। শুরুতেই ঝড় তুললেন ফিল সল্ট। প্রথম ওভারে ছক্কা-চারের সাহায্যে সল্ট অর্শদীপ সিংয়ের বলে তুললেন ১৩ রান। দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় আরসিবি। ভালো শুরু করেও ক্যাচ আউট হলেন ফিল সল্ট। কাইল জেমিসনের বলে শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তিনি করেন ৯ বলে ১৬ রান। ম্যাচের ৬.২ ওভারে চাহালের বলে আউট হন ময়ঙ্ক আগরওয়াল।

দুই উইকেট পড়লেও দলের রান এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি এবং আরসিবি অধিনায়ক রজত পাতিদার। ১৬ বলে ২৬ রান করে জেমিসনের বলে এলবিডব্লিউ হলেন বেঙ্গালুরু অধিনায়ক। আরসিবি’র রান ৩ উইকেট হারিয়ে ৯৬। ৩৫ বলে ৪৩ রান করে ওমরজাইয়ের বলে আউট হন বিরাট কোহলি। কোহলি আউট হতেই একেরপর এক উইকেট হারাতে থাকে পাতিদারের দল। ১৫ বলে ২৫ রান করে এলবিডব্লু হন লিভিংস্টোন। রিভিউ নিয়েও লাভ হয়নি। দলের রান ৫ উইকেট হারিয়ে ১৬৭। লিভিংস্টোনের পর আউট জিতেশ শর্মা। ভিশাকের বলে বোল্ড হলেন তিনি। ১০ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে যান জিতেশ। আরসিবি’র রান ৬ উইকেট হারিয়ে ১৭১। শেষবেলায় একের পর এক উইকেট পড়ল আরসিবি’র। শেষ পর্যন্ত বেঙ্গালুরুর রান দাঁড়াল ৯ উইকেটের বিনিময়ে ১৯০। একসময় মনে হচ্ছিল রানটা অনায়াসে দুশোর উপর উঠে যাবে। কিন্তু কুড়িতম ওভারের দ্বিতীয় বলে শেফার্ডকে আউট করেন অর্শদীপ। চতুর্থ বলে ফেরান ক্রুণাল পাণ্ডিয়াকে। শেষ বলে আউট হন ভুবনেশ্বর কুমার। শেষ দু’রানে পরে তিনটি উইকেট। পাঞ্জাবের হয়ে তিনটি করে উইকেট অর্শদীপ সিং ও কাইল জেমিসনের।

১৯১ রানের লক্ষ্যে পাঞ্জাবের হয়ে প্রথমে ব্যাট করতে নামেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। প্রথম ওভার থেকেই হাত খুলে ব্যাট করতে শুরু করেন পাঞ্জাব কিংসের দুই ওপেনার। প্রথম তিন ওভারেই উঠে যায় ২৮ রান। তবে হ্যাজেলউডের বলে প্রভসিমরনের সহজ ক্যাচ মিস রোমারিও শেফার্ডের। ৫ ওভারের মাথায় হ্যাজেলউডের বলে আউট হন  প্রিয়াংশ আর্য। ১৯ বলে ২৪ রান করেন তিনি। বাউন্ডারিতে দুরন্ত ক্যাচ ধরেন ফিল সল্ট। পাঞ্জাব ৪৪ রানে হারায় ১ উইকেট।

৮ ওভারের মাথায় বড় ধাক্কা খেল পাঞ্জাব। ক্রুণাল পাণ্ডিয়ার বলে আউট হন প্রভসিমরন সিং (২৬)। পরের ওভারেই পড়ে যায় আরও একটি উইকেট। আউট হন শ্রেয়স আইয়ার। রোমারিও শেফার্ডের বলে ক্যাচ আউট হলেন পাঞ্জাব অধিনায়ক। মাত্র ১ রানে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরলেন শ্রেয়স। পাঞ্জাবের রান ৩ উইকেট হারিয়ে ৭৯। পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে আচমকাই চাপে পড়ে যায় পাঞ্জাব। ১২ ওভারে ফের ধাক্কা পাঞ্জাবের। শ্রেয়সের পর আউট জশ ইংলিশ। ক্রুণাল পাণ্ডিয়ার বলে বাউন্ডারিতে ক্যাচ ধরেন লিভিংস্টোন। ১৭তম ওভারে হ্যাজেলউড দিলেন ১৭ রান। পাঞ্জাবের রান ৪ উইকেট হারিয়ে ১৩৬। ১৬ ওভারে ফের উইকেট পতন পাঞ্জাবের। এবার ভুবনেশ্বরের বলে আউট হলেন নেহাল ওয়াধেরা (১৫)। দু’বল পরই ফের ধাক্কা পাঞ্জাবের। এবার আউট মার্কাস স্টয়নিস। আইপিএল ট্রফি ক্রমশ দূরে যাচ্ছে শ্রেয়সদের থেকে। পাঞ্জাবের রান ৬ উইকেট হারিয়ে ১৪২। আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। শেষদিকে চেষ্টা করেও পাঞ্জাবকে জেতাতে পারলেন না শশাঙ্ক সিং (৬১)। আরসিবি ম্যাচ জেতে ৩ রানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *