IPL 2025 | সুদর্শনের দুর্ধর্ষ ব্যাটিং, ৫৮ রানে রাজস্থানকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে গুজরাট টাইটান্স

IPL 2025 | সুদর্শনের দুর্ধর্ষ ব্যাটিং, ৫৮ রানে রাজস্থানকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে গুজরাট টাইটান্স

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএল এর ২৩তম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স। এদিনের ম্যাচে রাজস্থানকে ৫৮ রানের বড় ব্যবধানে হারাল শুভমনের গুজরাট। প্রথমে ব্যাট করে গুজরাট করে ২১৭ রান। গুজরাটের ওপেনার সুদর্শন ৫৩ বলে ৮২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৫৯ রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। ৫৮ রানে ম্যাচ জিতে আইপিএলের লিগ টেবিলের শীর্ষে চলে গেল গুজরাট টাইটান্স।

সুদর্শনের ব্যাটে ভর করে পাহাড় প্রমাণ ২১৭ রানের ইনিংস খাঁড়া করল গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসকে ২১৮ রানের লক্ষ্যমাত্রা দিল গুজরাট। আহমেদাবাদে টস জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায় রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরুতেই শুভমান গিলের (২) উইকেট তুলে নেন আর্চার। এরপরেই ম্যাচের হাল ধরেন সুদর্শন এবং জস বাটলার। দুজনে মিলে ৮০ রানের জুটি গড়েন। ওভার প্রতি ১০ রান করে তুলছিলেন তাঁরা। বাটলার ৩৬ রান করে আউট মাহেশ থিকসানার বলে। ২০ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। পরের দিকে নেমে রাহুল তেওয়াটিয়া ১২ বলে ২৪ রান এবং রশিদ খানও ৪ বলে ১২ রান দ্রুত রান তোলেন। গুজরাটের ওপেনার সুদর্শন ৫৩ বলে ৮২ রান করেন। তিনটি ছক্কা এবং আটটি চার মারেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। ২০ ওভারে ২১৭ রান তোলে গুজরাট। রাজস্থানকে জিততে হলে ২১৮ রান করতে হবে।

২১৮ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাজস্থান। আরশাদ খানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল (৬)। নীতীশ রানাকে (১) আউট করেন মহম্মদ সিরাজ। ১২ রানের মধ্যে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটারকে হারায় রাজস্থান। অধিনায়ক সঞ্জু এবং সহ-অধিনায়ক রিয়ান পরাগ মিলে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন। ৪৮ রানের জুটি গড়েন তাঁরা। কিন্তু কুলওয়ান্ত খেজরোলিয়ার বলে ফিরে যান রিয়ান। রান পাননি ধ্রুব জুরেল (৫) এবং ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে নামা শুভম দুবে। অধিনায়ক সঞ্জুকে (৪১) ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। গুজরাটের সব বোলারই উইকেট নিয়েছেন। তিনটি উইকেট নেন প্রসিদ্ধ। সবকয়টি উইকেট হারিয়ে ১৫৯ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। ৫৮ রানে ম্যাচ জিতে যায় গুজরাট টাইটান্স।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *