উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে প্লে অফের স্বপ্ন চাঙ্গা রইল কেকেআরের। এদিনের ম্যাচটা ছিল কলকাতার কাছে মরণবাঁচন লড়াই। সেই লড়াই লিগ টেবিলের পিছন সারিতে থাকা রাজস্থান রয়্যালসকে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল কলকাতা নাই্ট রাইডার্স। হেরে গেলে ঘরের মাঠেই বিদায় নিশ্চিত হয়ে যেত কেকেআরের। আইপিএলের পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে উঠে এল কলকাতা।
রবিবার ইডেনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজিঙ্ক রাহানে। যদিও শুরুটা ভালো হয়নি কেকেআরের। দ্বিতীয় ওভারে যুধবীর সিংয়ের বলে ১১ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন সুনীল নারায়ণ। সুনীল আউট হতেই আফগানি তারকা গুরবাজের সঙ্গে ইনিংসের হাল ধরেন অধিনায়ক রাহানে। পাওয়ার প্লেতে কেকেআর ১ উইকেটে করে ৫৬। মহিশা থিকশানার বলে ৩৫ রানে আউট হন গুরবাজ। নাইট অধিনায়ক রাহানে ফিরলেন ২৬ বলে ৩০ রানে।
এরপরেই পাঁচ নম্বরে নেমে ইডেনে ঝড় তোলেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। ছ’টা বিশাল ছয় হাঁকিয়ে রাসেল অপরাজিত থাকলেন ২৫ বলে ৫৭ রানে। অঙ্গকৃষ রঘুবংশী করলেন ৩১ বলে ৪৪। শেষের দিকে রিঙ্কু সিং দু’টি ছক্কা হাঁকিয়ে ৬ বলে অপরাজিত থাকলেন ১৯ রানে। ২০৬ রানে শেষ হয় কলকাতার ইনিংস।
২০৭ রানের পাহাড়প্রমাণ রান তাড়া করতে নামেন রাজস্থানের জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। এদিন ইডেনের দর্শকরা অপেক্ষায় ছিলে বৈভবের বিধ্বংসী ব্যাটিং দেখার। কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন ১৪ বছরের বৈভব। এদিন তিনি ইনিংসের শুরুটা বাউন্ডারি হাঁকিয়ে করলেও দ্বিতীয় বলেই আউট হতে হল। তাকে ফেরালেন বৈভব আরোরা। পরের ওভারেই মইন আলির বলে খাতা না খুলেই সাজঘরে ফেরেন এ ম্যাচে অভিষেক ঘটানো কুণাল সিং রাঠোর। যদিও যশস্বী জয়সওয়াল চেনা ছন্দেই ছিলেন। কিন্তু মইন আলির বলে তার একটা মিস হিট তালুবন্দি করেন রিঙ্কু সিং। মাত্র ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে রাজস্থান। বরুণ চক্রবর্তীর বল হাতে ভেলকিতে রান না করেই বোল্ড আউট হন ধ্রুব জুড়েল ও ওয়ানিন্দু হাসারাঙ্গারা।
নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান। এই পরিস্থিতিতে দলে হাল ধরেন অধিনায়ক রিয়ান পরাগ। মইন আলির চতুর্থ ওভারে পাঁচ বলে পাঁচটি বিশাল ছক্কা হাঁকান তিনি। এই ওভারে ৩২ রান দিলেন মইন। পরের ওভারে বরুণ চক্রবর্তীর বলে এক রান নেন হেটমায়ার। পরাগ আবার ছক্কা হাঁকান। এভাবেই পরপর ছ’বলে ছ’টি ছয় মারেন তিনি। ৯৫ রানে থামে রিয়ান পরাগের ব্যাট। তখনই ম্যাচের ভাগ্য মোটামুটি নির্ধারিত হয়ে গিয়েছিল। তবে শেষের দিকে শুভম দুবে হার না মানা মনোভাব নিয়ে ১৪ বলে ২৫ রান করলেও হার এড়াতে পারেননি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে প্লে অফের স্বপ্ন চাঙ্গা রইল কেকেআরের।