IPL 2025 | পন্থের শতরানকে ছাপিয়ে গেল জিতেশের অপরাজিত ৮৫, লখনউকে ৬ উইকেটে হারাল বেঙ্গালুরু  

IPL 2025 | পন্থের শতরানকে ছাপিয়ে গেল জিতেশের অপরাজিত ৮৫, লখনউকে ৬ উইকেটে হারাল বেঙ্গালুরু  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজকীয়ভাবেই শেষ হল আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। একদিকে যেমন শতরান করে মুখরক্ষা করলেন লখনউয়ের ঋষভ পন্থ, অন্যদিকে দাপুটে ব্যাটিং করে জয় হাসিল করল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। টানটান উত্তেজনার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে এদিনের ম্যাচের। শেষ হাসি হাসে বেঙ্গালুরু। এলএসজিকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করে ফেলল আরসিবি। যার অর্থ ফাইনালে খেলার দুটো সুযোগ পাবে আরসিবি।

মঙ্গলবারের ম্যাচটা আরসিবির জন্য যতটা গুরুত্বপূর্ণ ছিল, লখনউয়ের কাছে ছিল নেহাতই ছিল নিয়মরক্ষার ম্যাচ। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও ঋষভ পন্থ প্রাণ খুলে ব্যাট করলেন। আইপিএলে ধারাবাহিক ব্যর্থতার পর মরশুমের শেষ ম্যাচে জ্বলে উঠলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। একানা স্টেডিয়ামে লখনউ তাদের শেষ ম্যাচে খেলতে নেমেছিলেন বেঙ্গালুরুর বিরুদ্ধে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে মাত্র ৫৪ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন লখনউ অধিনায়ক। এদিন প্রথমে ব্যাট করতে নেমে লখনউ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২৭ রান তোলে। তিন নম্বরে নেমে ঋষভ ৬১ বলে ১১৮ রানের ইনিংস খেলেন। এই সময়ে তিনি ১১টি চার ও ৮টি ছক্কা হাঁকান। মিচেল মার্শ ৩৭ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। মার্শের উইকেটটি নেন ভুবনেশ্বর কুমার।  নিকোলাস পুরান ১০ বলে করেন ১৩ রান। শেফার্ডের বলে আউট হয়ে তিনি সাজঘরে ফিরে যান। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ঋষভ। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৩ বলে অপরাজিত ১২৮ রান করেছিলেন। এদিনের শতরানটি ছিল পন্থের আইপিএল কেরিয়ারের দ্বিতীয়। একই সঙ্গে এই ইনিংসটি এলএসজি’র ইতিহাসে দ্রুততম শতরান।

একানার ব্যাটিং সহায়ক পিচে ২২৮ রানের টার্গেট খুব সহজ ছিল না। কিন্তু কাজটা সহজ করে নিলেন বিরাট কোহলিরা। আরসিবির হয়ে শুরুটা দারুন করলেন। সল্ট ১৯ বলে ৩০ রান করে আকাশ সিং-এর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। এদিনও অর্ধশতরান পূরণ করেন বিরাট কোহলি। ৩০ বলে ৫৪ রান করে আউট হন আভেস সিংয়ের বলে। এই ম্যাচে ছক্কা মারতে না পারলেও ১০টি বাউন্ডারি হাঁকিয়েছেন বিরাট। এদিন বড় স্কোর করতে পারেননি রজত পাতিদার। ৭ বল খেলে তিনি করেন ১৪ রান। খাতা খুলতে পারেননি লিভিংস্টোন। চার উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচের হাল ধরেন বেঙ্গালুরুর মায়াঙ্ক আগরওয়াল ও জিতেশ শর্মা। ১৬ ওভারে আরসিবির রান ওঠে ৪ উইকেটে ১৮৯। ঝড়ো ব্যাটিং করে মাত্র ২২ বলে অর্ধশতরান করেন জিতেশ শর্মা। তাঁকে দারুণভাবে সাপোর্ট করেন মায়াঙ্ক। শেষ পর্যন্ত ৩৩ বলে ৮টি চার ও ছয়টি ছক্কা মেরে অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলেন জিতেশ শর্মা। মায়াঙ্ক ২৩ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন। এই জয়ের ফলে কোয়ালিফায়ার ১-এ এন্ট্রি করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *