IPL 2025 | ছক্কা মেরে গাড়ির কাচ ভাঙলেন হায়দরাবাদের অভিষেক, কত ক্ষতিপূরণ দিলেন ব্যাটার?

IPL 2025 | ছক্কা মেরে গাড়ির কাচ ভাঙলেন হায়দরাবাদের অভিষেক, কত ক্ষতিপূরণ দিলেন ব্যাটার?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ছক্কা মেরে গাড়ির কাচ ভেঙে দিলেন অভিষেক শর্মা। কোনও গলির ক্রিকেটে নয়, তিনি কাচ ভেঙেছেন স্টেডিয়ামে রাখা পুরস্কারের গাড়ির। শুক্রবার ঘটনাটি ঘটেছে লখনউয়ের একানা স্টেডিয়ামে। এই কাচ ভাঙায় কোনও ক্ষতিপূরণ দিতে হয়নি অভিষেককে। বরং তাঁর বলে কাচ ভেঙে যাওয়ায় আইপিএলের টাইটেল স্পনসর টাটার তরফে ৫ লক্ষ টাকা খরচ করা হবে গ্রামীণ ক্রিকেটের উন্নয়নে।

জানা গিয়েছে, এদিন একানা স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল আরসিবি ও সানরাইজার্স হায়দরাবাদ। এদিন প্রথমে ব্যাট করে হায়দরাবাদ। ম্যাচের দ্বিতীয় ওভার থেকেই সংহার মূর্তি ধারণ করেন অভিষেক শর্মা। এই ওভারে ভুবনেশ্বর কুমারের পঞ্চম বলে বিশাল ছক্কা হাঁকান অভিষেক। অভিষেকের হাঁকানো ছক্কায় বল গিয়ে পড়ে বাউন্ডারির বাইরে রাখা টাটা কার্ভ গাড়িতে। বল গাড়ির উইন্ডস্ক্রিনে গিয়ে পড়তেই ভেঙে যায় কাচ। যদিও গাড়ির কাচ ভাঙার জন্য মোটেও দুঃখিত নন কেউই। বরং উচ্ছ্বসিত ছিলেন সকলে। এই গাড়িটি সুপার স্ট্রাইকার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার। অর্থাৎ, এবারের আইপিএলে যে ক্রিকেটারের স্ট্রাইক-রেট সব থেকে বেশি হবে, তাঁকে পুরস্কার হিসেবে দেওয়া হবে এই গাড়ি।

আইপিএলের টাইটেল স্পনসর টাটার তরফে আগেই ঘোষণা করা হয়েছে যে, কোনও ব্যাটারের ছক্কায় বল গাড়িতে লাগলে ৫ লক্ষ টাকার ক্রিকেট কিটস দেওয়া হবে গ্রামীণ ক্রিকেটের উন্নয়নে। যতবার গাড়িতে বল লাগবে, ততবার ৫ লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে এই খাতে। অর্থাৎ, অভিষেকের এই ছক্কায় ৫ লক্ষ টাকা যাবে সেই চ্যারিটিতে।

চলতি আইপিএলে এটাই প্রথম নয়, এর আগে লখনউয়ের মিচেল মার্শের ছক্কায় গাড়িতে বল লাগে। সেটিও এই একানা স্টেডিয়ামেই। সেবারও ৫ লক্ষ টাকা যায় চ্যারিটিতে। এদিন দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা। অভিষেক ১৭ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৩টি চার ও সম সংখ্যক ছক্কা মারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *