উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংস (Chennai Tremendous Kings) একটি উজ্জ্বল নাম। তবে সামনে ২০২৬ আইপিএলে টিমে বড়সড় পরিবর্তন আনতে চলেছে টিম ম্যানেজমেন্ট। শনিবার চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অন্যতম সদস্য মহেন্দ্র সিং ধোনি (MS DHONI)। সেখানে তিনি জানালেন, আইপিএলে পরের মরসুমে চেন্নাইয়ের ক্যাপ্টেন হবেন ঋতুরাজ গায়কোয়াড় (Rituraj Gaekwad)।
গত মরসুমে মাঝপথে কাঁধে চোট পেয়ে গোটা সিজন থেকে ছিটকে গিয়েছিলেন ঋতুরাজ। এজন্য আবার নেতৃত্বে ফিরতে হয় ধোনিকে। কিন্তু সামনে মরসুমে চোট কাটিয়ে দলে ফিরছেন ঋতুরাজ। তাঁর হাতেই তুলে দেওয়া হচ্ছে সিএসকের অধিনায়কত্বের দায়িত্বভার।
গত মরসুমে চেন্নাই লিগ টেবিলের একদম শেষের দিকে ছিল। এনিয়ে ধোনি বলেন, “২০২৫ আইপিএলে আমাদের ব্যাটিং অর্ডারে কিছু দুর্বলতা ছিল। তবে আমরা খুব একটা খারাপ খেলিনি। আমাদের কিছু জায়গায় ঘাটতি ছিল। যেটা আগামী মরশুমে ঠিক করার চেষ্টা করব। ঋতু দলে ফিরছে। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। ওর অভিজ্ঞতা দলের কাজে লাগবে। ডিসেম্বরে মিনি অকশনে আমরা কিছু পরিবর্তনের দিকে এগোতে পারি।”
ধোনির এমন মন্তব্যে জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। সিএসকে হয়ত রাহুল ত্রিপাঠী ও দীপক হুডাকে ছেড়ে দিতে চলেছে। কারণ গত মরশুমে তাঁদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।
এদিকে ধোনি ২০২৬ আইপিএলে খেলবেন কী না, সেবিষয়ে কোনও মন্তব্য করেননি।