উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সময়টা ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠে দুদিন আগেই হারিয়েছে বিরাটের বেঙ্গালুরু। এবার গুয়াহাটিতে এসে ৬ রানে হারতে হল রাজস্থানের কাছে। এদিন কার্যত নীতীশ রানার বিধ্বংসী ব্যাটিংয়ের জেরেই স্কোরকার্ডে ১৮২/৯ তুলেছিল রাজস্থান। আর তারপর বোলিংয়ে হাসরাঙ্গার দাপটে চলতি আইপিএলের প্রথম জয়টি পেল রাজস্থান।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই। এদিকে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়ালের উইকেট হারায় রাজস্থান। কিন্তু ক্রিজে নীতীশ রানা নামতেই শুরু হয় ব্যাটিং তান্ডব। খেলার ১২ তম ওভারে আউট হয়ে ফেরার আগে তিনি ৩৬ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলে যান। তাঁকে যোগ্য সঙ্গত করেন রিয়ান পরাগ(৩৭)। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে রাজস্থান।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে যান চেন্নাইয়ের রাচিন রবীন্দ্র। এরপরে রুতুরাজ একটা মরিয়া চেষ্টা চালালেও ৪৪ বলে করা তাঁর ৬৩ রানের ইনিংসটি দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। তিনি ছাড়া চেন্নাইয়ের আর কোনও ব্যাটারই তেমন রান পাননি। শেষপর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে চেন্নাই। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন রাজস্থানে হাসরাঙ্গা। এই নিয়ে টানা দুই ম্যাচে হারল চেন্নাই। অপরদিকে চলতি আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল রাজস্থান।