দিনহাটা: প্রায়ই দেরিতে ছাড়ছে বামনহাট থেকে শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস (Intercity Specific)। গত কয়েকদিন থেকে এই অভিযোগ তুলছিলেন যাত্রীরা। মঙ্গলবার ফের বামনহাট-শিলিগুড়ি ১৫৪৬৮ ইন্টারসিটি এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশন থেকে না ছাড়ায় বিক্ষোভে উওাল হয়ে উঠল বামনহাট রেলস্টেশন।
যাত্রীদের অভিযোগ, ট্রেনটি সকাল সাড়ে ৯টায় ছাড়ার কথা থাকলেও একটি কোচে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। ওই কোচটিকে বাদ দিতে গিয়ে ট্রেন ছাড়তে দেরি হয়। কিন্তু সেকথা রেলের তরফে তাঁদের জানানো হয়নি। এরফলে দীর্ঘক্ষণ ট্রেনের কামরায় বসে থাকতে থাকতে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।
এদিন শিলিগুড়িতে (Siliguri) চিকিৎসার জন্য যাচ্ছিলেন বামনহাটের বাসিন্দা মোস্তাফিজুর হোসেন। তাঁর কথায়, ‘শিলিগুড়িতে ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে। কিন্তু টিকিট কেটে ট্রেনে ওঠার পর জানতে পারলাম ট্রেন ছাড়তে দেরি হবে।’ অপর যাত্রী শুভ্র দে’র কথায়, ‘ইন্টারসিটি এক্সপ্রেস বলা হলেও তা চলছে অনিয়মিত। এটা মানা যায় না।’ যাত্রীদের একাংশ এদিন বামনহাট স্টেশনের টিকিট কাউন্টারে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরবর্তীতে আরপিএফ ও জিআরপি’র যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যদিও এবিষয়ে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, ইন্টারসিটি এক্সপ্রেসের বামনহাট স্টেশন থেকে যাত্রা শুরু হওয়ার সময় ১ ঘণ্টা ৫৫ মিনিট দেরি হয়। মূলত কোচ সংযুক্তি ও বিচ্ছিন্নকরণ সংক্রান্ত কাজের দেরি হওয়ার কারণেই এই সমস্যা হয়। তবে শিলিগুড়িতে সময়মতো ট্রেনটি পৌঁছে যাবে বলে জানান তিনি।