চ্যাংরাবান্ধাঃ সীমান্ত পেরিয়ে ওপার বাংলা থেকে ভারতে চলে এসেছিল মানসিক বিকারগ্রস্ত এক বাংলাদেশি। মেখলিগঞ্জে ধরা পড়তেই সেদেশে ফেরত পাঠাল বিএসএফ। মঙ্গলবার তাঁকে ফেরত পাঠানো হয় চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে।
জানা গিয়েছে, ওই বাংলাদেশির নাম মহম্মদ মাহিদুল। বাবার নাম মহম্মদ রহমান। বয়স ৫৪ বছর। বাড়ি বাংলাদেশের পাটগ্রাম থানার অধীন নবীনগর চার নম্বর ওয়ার্ড লালমনিরহাটের বাসিন্দা। সোমবার রাতে কোচবিহার জেলার মেখলিগঞ্জের রাস্তায় মাহিদুলকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর কথাবার্তায় সন্দেহ হওয়ায় স্থানীয়রা বিষয়টি জানায় মেখলিগঞ্জ থানায়। পুলিশ এসে বাজার এলাকা থেকে ওই ব্যাক্তিকে আটক করে।
এরপর জিজ্ঞাসাবাদ শুরু করলে পুলিশ বুঝতে পারে ধৃত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত। জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুঝতে পারে সে বাংলাদেশের পাটগ্রামের বাসিন্দা। এরপর বিষয়টি জানানো হয় বিএসএফকে। বিজিবির মাধ্যমে ধৃতের ছবি সহ পাটগ্রাম থানায় জানানো হয়। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে মাহিদুল সেখানকারই বাসিন্দা। পাটগ্রাম থানা থেকে জানানো হয় এই ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে এবং এর আগে সেই ব্যাক্তির বিরুদ্ধে কোন অপরাধমূলক কাজের নিদর্শন নেই। এরপরেই মাহিদুলকে বাংলাদেশে ফেরানোর তৎপরতা শুরু হয় দুই দেশের মধ্যে। মঙ্গলবার বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্লাগ মিটিং হয়। চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের সেনা আধিকারিক ও পুলিশের উপস্থিতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তবে সে কোন জায়গা দিয়ে কবে ভারতে এসেছিল, তা জানা যায়নি।