Indus Water Treaty | সিন্ধু চুক্তি ফেরাও! কোর্ট অফ আরবিট্রেশনের নির্দেশ তুলে ধরে ভারতকে বলল পাকিস্তান

Indus Water Treaty | সিন্ধু চুক্তি ফেরাও! কোর্ট অফ আরবিট্রেশনের নির্দেশ তুলে ধরে ভারতকে বলল পাকিস্তান

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সিন্ধু জল চুক্তি অবিলম্বে কার্যকরের জন্য ভারতকে আর্জি জানাল পাকিস্তান। নেদারল্যান্ডের হেগের স্থায়ী সালিশি আদালত ২৭ জুন সিন্ধু চুক্তি নিয়ে একটি রায় দিয়েছে। যেখানে বলা হয়, চুক্তিটি এখনও ‘বৈধ এবং কার্যকর’। রায়ের পরিপ্রেক্ষিতে শাহবাজ শরিফ সরকার সোমবার নয়াদিল্লিকে ওই চুক্তি ফের কার্যকরের আহ্বান জানায় এবং তা পুরোপুরি মেনে চলার কথা বলে। সোমবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘একতরফাভাবে চুক্তি স্থগিত করার কোনও অধিকার ভারতের নেই। আমরা অবিলম্বে চুক্তি কার্যকরের দাবি করছি।’

দেশটির উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইশাক দার সোমবার এক্সে একটি পোস্টে লিখেছেন, ‘কিষেণগঙ্গা-রাতলে মামলায় আরবিট্রেশন কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছে পাকিস্তান। এই রায় এটা নিশ্চিত করে যে সিন্ধু জল চুক্তি (আইডব্লিউটি) সম্পূর্ণ কার্যকর রয়েছে। ভারত একতরফাভাবে এটা স্থগিত করতে পারে না।’

ভারত যদিও সালিশ আদালতের রায় তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের দাবিকেও আমল দিতে চায়নি। নয়াদিল্লির তরফে বলা হয়েছে, তারা পাকিস্তানের সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য তথাকথিত কোনও কাঠামোকে কখনও স্বীকৃতি দেয়নি। কিষণগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্পে পাকিস্তানের আপত্তি এবং এই সম্পর্কিত মামলায় সালিশি আদালতের রায়ের কথা উল্লেখ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত এই রায় মানছে না।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। পাকিস্তানের বিরুদ্ধে এই হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তোলে ভারত। সেই ঘটনার পর ভারত সিন্ধু জল চুক্তি বাতিল করে। প্রসঙ্গত, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *