Indonesian girl arrested | পানিট্যাঙ্কিতে গ্রেপ্তার বিদেশিনী, নেপাল হয়ে ভারতে প্রবেশের ছক

Indonesian girl arrested | পানিট্যাঙ্কিতে গ্রেপ্তার বিদেশিনী, নেপাল হয়ে ভারতে প্রবেশের ছক

শিক্ষা
Spread the love


খড়িবাড়ি: নেপালকে সেফ করিডর করে ভারতে প্রবেশের চেষ্টা! এসএসবির হাতে গ্রেপ্তার হলেন ইন্দোনেশিয়ার এক মহিলা (Indonesian girl arrested)। এসএসবি (SSB) সূত্রে খবর, ভুয়ো ভারতীয় আধার কার্ড দেখিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন ওই মহিলা। বৃহস্পতিবার দুপুরে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে সন্দেহভাজন ওই মহিলাকে প্রথমে আটক করা হয়। ৪৯ বছর বয়সি ওই মহিলার নাম নি কাদেক সিসিয়ানি। তিনি ইন্দোনেশিয়ার টেগাল্লালাঙের বাসিন্দা। যদিও ভারতীয় ভুয়ো আধার কার্ডে ওই মহিলার নাম রয়েছে নিনওম্যান মুর্নি।

এসএসবি সূত্রে খবর, নেপাল থেকে ভারতে প্রবেশ করার সময় ওই মহিলা একটি ভারতীয় আধার কার্ড দেখান। ওই কার্ডটি পরীক্ষা করে আধিকারিকরা জানতে পারেন সেটি ভুয়ো। এর পরেই ওই মহিলাকে আটক করে পানিট্যাঙ্কি বিওপিতে নিয়ে আসা হয়। ধৃতের কাছ থেকে ইন্দোনেশিয়ার পাসপোর্ট, মেয়াদ উত্তীর্ণ ভারতের ভিসা, নেপালের ট্যুরিস্ট ভিসা, একটি ভুয়ো ভারতীয় আধার কার্ড, ভারতীয় প্যান কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। মুম্বইয়ের এক দালালকে মোটা টাকা দিয়ে ভারতীয় নথি বানিয়েছিলেন বলে জেরায় জানিয়েছেন ওই মহিলা।

পাসপোর্টে ইমিগ্রেশনের সিল দেখে এসএসবির আধিকারিকরা জানতে পেরেছেন ওই মহিলা আগে একাধিকবার ভারতে এসেছেন। শেষবার তাঁর ভারতীয় ভিসা ছিল এক মাসের জন্য। যার মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২২ জুন। ধৃতের কাছে নেপালের যে ট্যুরিস্ট ভিসাটি ছিল সেটি ১৫ দিনের জন্য দেওয়া হয়েছিল। ৫ সেপ্টেম্বর এই ভিসার মেয়াদ শেষ হবে। নেপালের ট্যুরিস্ট ভিসা শেষ হয়ে যাওয়ার কারণেই কি ওই মহিলা ভুয়ো ভারতীয় আধার কার্ড নিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করলেন? নাকি এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে- খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

ধৃতকে রাতেই খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। খড়িবাড়ি থানার ওসি অভিজিৎ বিশ্বাস বলেন, ‘ধৃতের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করা হয়েছে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *