কলকাতা: সম্ভাব্য অনূর্ধ্ব-২৩ ভারতীয় দলে বাংলার তিন ফুটবলার। ১ জুন যুব দল নিয়ে কলকাতায় শিবির শুরু করবেন কোচ নওশাদ মুসা। তারপর তাজিকিস্তান এবং কিরগিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-২৩ দল। এই দুই ম্যাচের জন্য ঘোষিত সম্ভাব্য দলে রয়েছেন মোহনবাগান সুপার জায়েন্টের দীপেন্দু বিশ্বাস এবং ইস্টবেঙ্গলের সুমন দে। দলে বাংলার আরেক মুখ শুভম ভট্টাচার্য। রয়েছেন সবুজ-মেরুনের সুহেল ভাট ও প্রিয়াংশ দুবে। এছাড়া স্কোয়াডে উল্লেখযোগ্য নাম নিখিল বারলা, ভিবিন মোহানান, পার্থিব গগৈ, কোরোউ সিং।