Indian Ships | নয়াদিল্লির পর পালটা পদক্ষেপ ইসলামাবাদেরও! পাক বন্দরে ভারতীয় জাহাজ প্রবেশে জারি নিষেধাজ্ঞা

Indian Ships | নয়াদিল্লির পর পালটা পদক্ষেপ ইসলামাবাদেরও! পাক বন্দরে ভারতীয় জাহাজ প্রবেশে জারি নিষেধাজ্ঞা

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে উত্তেজনা বেড়েই চলেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ইতিমধ্যেই উভয় দেশই একে অপরের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। শনিবারই নির্দেশিকা জারি করে পাকিস্তানের কোনও পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। এমনকি পাকিস্তানি জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়েছিল। এরই জবাবে কয়েক ঘণ্টার মধ্যেই পালটা পদক্ষেপ করল পাকিস্তান (Pakistan)। ইসলামাবাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় পতাকাবাহী কোনও জাহাজ (Indian Ships) পাকিস্তানের বন্দরে (Pakistani port) প্রবেশ করতে পারবে না।

শনিবার রাতে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রকের বন্দর ও জাহাজ চলাচল শাখা একটি বিবৃতি জারি করেছে। যাতে বলা হয়েছে, ‘প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক সামুদ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তান সামুদ্রিক সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এই পদক্ষেপগুলি করছে: ভারতীয় পতাকাবাহী জাহাজকে কোনও পাকিস্তানি বন্দরে ঢুকতে দেওয়া হবে না। পাকিস্তানের পতাকাবাহী জাহাজ কোনও ভারতীয় বন্দরে যেতে পারবে না। কোনও ব্যতিক্রম হলে তা যাচাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পাকিস্তান থেকে সমস্ত রকমের প্রত্যক্ষ ও পরোক্ষ আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত। শুধু পাকিস্তানের সরাসরি পণ্যই নয়, সেদেশের যেসব পণ্য তৃতীয় দেশ হয়ে ভারতে আসে, তাতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। যদিও পাকিস্তান থেকে ভারত মূলত ফল ও তৈলবীজ আমদানি করত। কিছু ফার্মাসিউটিক্যাল পণ্যও আমদানি করা হত। পুলওয়ামা হামলার পর থেকেই এই আমদানি তলানিতে ঠেকেছিল। এবার পুরোপুরি আমদানিই বন্ধ করেছে ভারত। যদিও ভারতের সঙ্গে সবরকম বাণিজ্য বন্ধের কথা এর আগেই জানিয়েছিল পাকিস্তান। এবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাহাজের পাকিস্তানের বন্দরে প্রবেশ বন্ধ করা হল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *