Indian Railways | যাত্রী নিরাপত্তা বৃদ্ধিতে জোর! ট্রেনের প্রত্যেকটি কোচে সিসিটিভি ক্যামেরা বসাবে ভারতীয় রেল   

Indian Railways | যাত্রী নিরাপত্তা বৃদ্ধিতে জোর! ট্রেনের প্রত্যেকটি কোচে সিসিটিভি ক্যামেরা বসাবে ভারতীয় রেল   

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধিতে (Passenger security) বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের (Indian Railways)। এবার ট্রেনের প্রত্যেকটি কোচেই বসানো হবে সিসিটিভি ক্যামেরা (CCTV digicam)। রবিবার এমনটাই জানানো হয়েছে রেলমন্ত্রকের তরফে।

ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে কিছু কোচ (Coaches) এবং লোকোমোটিভে (Locomotives) সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শেষ হয়েছে। আর তাতে সাফল্যও মিলেছে। শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং‌ রেল প্রতিমন্ত্রী রভনীত সিং সঙ্গে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। বৈঠকে রেল বোর্ডের ঊর্ধ্বতন আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এরপরই দেশের প্রায় সব ট্রেনের কোচে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্তটি সামনে এসেছে।

রেল সূত্রে খবর, ৭৪ হাজার কোচ এবং ১৫ হাজার লোকোমোটিভে সিসিটিভি ক্যামেরা বসানোর অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী। প্রতিটি কোচে ৪টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। যার মধ্যে কোচে ঢোকার পথেই বসানো থাকবে দু’টি। পাশাপাশি লোকোমোটিভে বসানো হবে ৬টি সিসিটিভি ক্যামেরা। ট্রেনের গতি ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকলেও যাতে ছবি বা ভিডিও ঠিকঠাক আসে, সেকথা মাথায় রেখে অত্যাধুনিক এবং উন্নতমানের সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী।

প্রসঙ্গত, বিভিন্ন ট্রেনে মহিলা যাত্রীদের শ্লীলতাহানি, অশালীন ব্যবহারের অভিযোগ একাধিকবার সামনে এসেছে। যার ফলে বারবার প্রশ্ন উঠেছে রেলে যাত্রীদের নিরাপত্তা নিয়ে। সেকথা মাথায় রেখেই এবার কোচগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর পদক্ষেপ নিল রেল। এই পদক্ষেপের ফলে যাত্রীদের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। বিভিন্ন দুষ্কৃতী দলগুলি যাত্রীদের সারল্যের সুযোগ নেয়। ক্যামেরার মাধ্যমে এই ধরনের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা রেলমন্ত্রকের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *