Indian Railways | ওয়েটিং লিস্ট থেকে তৎকাল! টিকিট বুকিং নিয়ে বড় সিদ্ধান্ত রেলের, কার্যকর কাল থেকেই

Indian Railways | ওয়েটিং লিস্ট থেকে তৎকাল! টিকিট বুকিং নিয়ে বড় সিদ্ধান্ত রেলের, কার্যকর কাল থেকেই

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় বদল আনল রেল (Indian Railways)। এবার থেকে আর ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম হয়েছে কিনা জানতে ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার আগেই জানা যাবে ট্রেনে আসন নিশ্চিত হয়েছে কিনা। রেল সূত্রে জানা গেছে, যাত্রা শুরুর ৮ ঘন্টা আগেই চার্ট প্রকাশ করবে রেল। ভারতীয় রেলবোর্ডের তরফে এই প্রস্তাবই দেওয়া হয়েছে রেল মন্ত্রককে। আপাতত যা জানা যাচ্ছে, রেলবোর্ডের প্রস্তাবে সবুজ সঙ্কেত দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিষয়টি যাতে দ্রুত কার্যকর করা হয় সেই জন্য পদক্ষেপ করতে বলেছেন তিনি।

কিছুদিন আগে রেলমন্ত্রীর সভাপতিত্বে এক সভায় ওয়েটিং লিস্টের টিকিটের নিশ্চিতকরণ করার সময় এগিয়ে নিয়ে আসা নিয়ে আলোচনা হয়। দূরপাল্লার ট্রেনে যাতায়াত করতে অনেকেই আগে থেকে সংরক্ষিত টিকিট কাটেন। দু’মাস আগে থেকেই সংরক্ষিত টিকিট কাটার সুযোগ পান যাত্রীরা। কিন্তু তাতেও অনেক সময় কনফার্ম টিকিট মেলে না। ফলে ওয়েটিং লিস্টের তালিকা লম্বা হতে থাকে।

আগে টিকিট কনফার্ম হয়েছে কিনা জানতে যাত্রীদের ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে পর্যন্ত অপেক্ষা করতে হত। তাতে শেষ মুহূর্তে টিকিট কনফার্ম না হলে বিকল্প ব্যবস্থা করার সময় হাতে থাকত না।  অনেককেই যাত্রা বাতিল করতে হত। তবে সেই সমস্যা আর থাকল না।

এছাড়াও ১ জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ে আধার নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই হোক বা মোবাইল অ্যাপের মাধ্যমে, আধার কার্ড ভেরিফাই করার পরই তৎকাল টিকিট কাটা যাবে।  এছাড়া ১৫ জুলাই থেকে ওটিপি ভিত্তিক অথেনটিকেশন ব্যবস্থা চালু হবে। অর্থাৎ, আধার তথ্যভাণ্ডারে নথিভুক্ত মোবাইল নম্বরে প্রথমে ওটিপি আসবে। তারপরেই তৎকাল বুকিং প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন যাত্রীরা। তবে এই ব্যবস্থা শুধুমাত্র অনলাইনেই নয়। আগামী ১৫ জুলাই থেকে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস) কিংবা এজেন্ট মারফৎ তৎকাল টিকিট কাটতে হলেও সংশ্লিষ্ট যাত্রীর মোবাইলে আগে ওটিপি আসবে। তা ‘ম্যাচ’ করলে তবেই বুকিং প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ, ট্রেনের তৎকাল টিকিট নিয়ে কালোবাজারির আশঙ্কা ক্রমশ কমবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *