সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনবছর পর বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ফিরেই পদকের সাফল্য মীরাবাই চানুর। ২০২২-র পর এবার নরওয়েতে ৪৮ কেজি বিভাগে লড়াইয়ে নেমেছিলেন ভারতীয় ভারোত্তোলক। সেখানে রুপোজয় চানুর। সব মিলিয়ে ১৯৯ কেজি (৮৪+১১৫) ভারোত্তোলন করে কেরিয়ারে তৃতীয় বিশ্বচ্যাম্পিয়ন মেডেল ছিনিয়ে নিলেন তিনি।
২০১৭-য় এই প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন। তারপর ২০২২-এ রুপো জেতেন। তারপর ২০২৫-এও রুপো। প্যারিস অলিম্পিকে চতুর্থ হওয়ার পর তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমে সাফল্য পেলেন। প্রথমবার ৮৪ কেজি তোলেন। কিন্তু তারপর ৮৭ কেজি তুলতে ব্যর্থ হন। ক্লিন ও জার্কে ১০৯ কেজি, ১১২ কেজি ওজন তোলেন। শেষে ১১৫ কেজি তোলেন। টোকিও অলিম্পিকেও তিনি এই ওজন তুলে রুপো জিতেছিলেন।
যদিও তাতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা এল না। উত্তর কোরিয়ার রি সং গুম সব মিলিয়ে ২১৩ কেজি ওজন তুলে সোনা জেতেন। থাইল্যান্ডের থান্যাথন সুকচারোয়েন ১৯৮ কেজি তুলে ব্রোঞ্জ জেতেন। উল্লেখ্য, ৩১ বছর বয়সি চানু গত বছর প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের পর চোট সমস্যায় ভুগছিলেন। আগস্ট মাসে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটে তাঁর। মহিলাদের ৪৮ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে মোট ১৯৩ কেজি (৮৪+১০৯ কেজি) ওজন তুলে সোনা জেতেন। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন তিনি।
THIS IS REALLY HUGE FOLKS!
MIRABAI CHANU CLINCHES THE SILVER MEDAL AT WORLD CHAMPIONSHIP 2025 ️
Mirabai in 48kg Class lifted 84kg in Snatch & 115kg in Clear & Jerk – Complete 199kg
ABSOLUTE LEGEND OF INDIAN SPORTS pic.twitter.com/QydYzHqy3R
— The Khel India (@TheKhelIndia) October 3, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন