উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশে (Bangladesh) ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার (aircraft crash) পরে শোকবার্তা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাশাপাশি দিয়েছিলেন সাহায্যের প্রতিশ্রুতিও। যে কোনও রকম প্রয়োজনে ভারত (India) সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে জানিয়েছিলেন তিনি
এবার ওই বার্তার পরে বাংলাদেশের সরকারকে সরকারি ভাবে চিঠি পাঠাল ঢাকায় ভারতের দূতাবাস। বিমান দুর্ঘটনার পরে বাংলাদেশের কোনওরকম প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো প্রয়োজন রয়েছে কিনা তা জানতে চেয়ে চিঠি লিখেছে ভারতীয় দূতাবাস (Indian Embassy)। তাহলে ভারতের তরফে যথাযথ ভাবে ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় একটি স্কুলের ওপর ভেঙে পড়ে বাংলাদেশের যুদ্ধবিমান এফ-৭। যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙ্গে পড়ে বলে জানা গিয়েছে। ওই বিমানের চালক তৌকির ইসলাম সাগরের মৃত্যু হয়েছে। এছাড়াও সব মিলিয়ে মৃতের সংখ্যা ৩১। জখম প্রায় ২০০। তাঁদের উন্নত চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে তার জন্য সাহায্যের হাত বাড়াতে চাইছে ভারত।