Indian astronaut Shubhanshu Shukla | ইতিহাস গড়ে মহাকাশে পাড়ি দিলেন ভারতের শুভাংশু, স্পেস স্টেশনে কাটাবেন ১৪ দিন

Indian astronaut Shubhanshu Shukla | ইতিহাস গড়ে মহাকাশে পাড়ি দিলেন ভারতের শুভাংশু, স্পেস স্টেশনে কাটাবেন ১৪ দিন

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা (Indian astronaut Shubhanshu Shukla)। বুধবার বেলা ১২টা ১ মিনিটে শুভাংশুদের নিয়ে মহাকাশে পাড়ি দেয় স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’। ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ লঞ্চ কমপ্লেক্স থেকে ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে ড্রাগনকে মহাকাশে পাঠানো হয়েছে। ভারতীয় সময় বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন) পৌঁছাবেন শুভাংশুরা।

নাসার ‘অ্যাক্সিওম-৪’ অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন ৩৯ বছরের শুভাংশু। তিনিই মহাকাশযানটি পরিচালনা করছেন। এজন্য দীর্ঘদিন স্পেস এক্স এবং ‘অ্যাক্সিওম স্পেস ইনকর্পোরেশন’-এ প্রশিক্ষণও নিতে হয়েছে তাঁকে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অ্যাক্সিওমের রেগি হুইটসন। এছাড়াও রয়েছেন পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। ১৪ দিন তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন।

প্রথমে ঠিক ছিল, ২০২৫ সালের ২৯ মে শুভাংশুদের অভিযান হবে। এরপর ৮ জুন, ১০ জুন, ১১ জুন, ১৯ জুন ও ২২ জুন উৎক্ষেপণের তারিখ নির্ধারিণ করা হয়েছিল। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে মহাকাশযাত্রা সম্ভব হয়নি। বারবার পিছিয়েছে অভিযান। অবশেষে এদিন মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু সহ চার মহাকাশচারী। মিশন সফল হলে শুভাংশু হবেন ভারতের দ্বিতীয় ব্যক্তি যিনি মহাকাশে পা রাখবেন। ১৯৮৪ সালে উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন। তার ৪১ বছর পর ইতিহাস গড়লেন শুভাংশু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *