উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামীকাল দেশজুড়ে ২৫৯টি জায়গায় অসামরিক মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এরই পাশাপাশি কালই গুরুত্বপূর্ণ মহড়ায় নামতে চলেছে বায়ুসেনাও (Indian Air Drive)। পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানে এই মহড়া হবে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এই মহড়ার জন্য সংশ্লিষ্ট অঞ্চলে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে সরকার ‘নোটিশ টু এয়ারমেন’ (NOTAM) প্রকাশ করেছে। জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে রাজস্থান সীমান্ত লাগোয়া এলাকায় এই মহড়া শুরু হবে। ৪ থেকে ৫ ঘন্টা চলবে। এই মহড়ায় অংশ নেবে ভারতীয় বায়ুসেনার প্রথম সারির যুদ্ধবিমানগুলি। যেমন, রাফাল, মিরাজ ২০০০ এবং সুখোই-৩০ এমকেআই। মূলত নিজেদের শক্তি ঝালিয়ে নেওয়ার পাশাপাশি পাকিস্তানকে বার্তা দেওয়া এই মহড়ার উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। এই হামলার দায় নেয় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর এ তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স। হামলার পেছনে পাকিস্তানকে দায়ী করে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করে ভারত। স্থগিত করা হয় সিন্ধু জলচুক্তি, বন্ধ করে দেওয়া হয় আটারি ওয়াঘা সীমান্ত, পাকিস্তানের নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়। শুধু কূটনৈতিক পদক্ষেপই নয়, পুরোদস্তুর সামরিক পদক্ষেপের প্রস্তুতিও নিচ্ছে ভারত। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই আগামীকাল বায়ুসেনার মহড়া বলে মনে করা হচ্ছে।