India Vs West Indies | ঘরের মাঠে প্রায় ৯ বছর পর সেঞ্চুরি রাহুলের, প্রথম টেস্টে চালকের আসনে ভারত!

India Vs West Indies | ঘরের মাঠে প্রায় ৯ বছর পর সেঞ্চুরি রাহুলের, প্রথম টেস্টে চালকের আসনে ভারত!

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল ভারত। ওপেনার কে এল রাহুল নিজের ফর্মের তুঙ্গে থাকার বার্তা দিলেন অনবদ্য শতরানের (১০০) মাধ্যমে। তবে বিরতির পর খেলা শুরু হতেই আউট হলেন তিনি।

দ্বিতীয় দিনের সকালে ভারতের ইনিংসকে দৃঢ়তা প্রদান করেন কে এল রাহুল। এদিন তিনি তাঁর টেস্ট কেরিয়ারের ১১তম সেঞ্চুরি পূর্ণ করেন। এই শতরানটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ প্রায় নয় বছর পর ঘরের মাটিতে এটিই তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি। কঠিন পিচে সাবলীল ব্যাটিংয়ের মাধ্যমে রাহুল বুঝিয়ে দিলেন কেন তিনি ভারতীয় ব্যাটিং লাইন-আপের এত গুরুত্বপূর্ণ অংশ। রাহুলকে সঙ্গত দেন নয়া টেস্ট অধিনায়ক শুভমান গিল। শুভমান গিলও একটি দারুণ অর্ধশতরান হাঁকান, তবে বড় ইনিংসে সেটিকে রূপান্তর করতে পারেননি, ফিফটির পরই তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ৭১ ওভার শেষে ভারতের স্কোর ২২৬/৪। ৬৪ রানের লিড রয়েছে টিম ইন্ডিয়ার।

ভারতের এই মজবুত প্ল্যাটফর্মের ভিত্তি তৈরি হয়েছিল প্রথম দিনেই। পেসার মহম্মদ সিরাজের বিধ্বংসী স্পেলের সামনে দাঁড়াতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। প্রথম ইনিংসে সিরাজ একাই ৪টি উইকেট তুলে নিয়ে বিপক্ষকে দ্রুত গুটিয়ে দিতে বড় ভূমিকা নেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *