উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ষষ্ঠ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে জয়ের ধারা বজায় রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ভারত স্কোরবোর্ডে ২৪৭ রান তোলে। জবাবে পাকিস্তানি ইনিংস শেষ হয়ে যায় ১৫৯ রানে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। একাই লড়ে যান ওপেনার সিদরা আমিন, যিনি ১০৬ বলে ৮১ রানের একটি সাহসী ইনিংস খেলেন। তবে দলের বাকি ব্যাটারদের থেকে প্রয়োজনীয় সহায়তা পাননি তিনি।
পাকিস্তানের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন ভারতের পেসার ক্রান্তি গৌড়। নিজের দশ ওভারের স্পেলে মাত্র ২০ রান খরচ করে তিনি তুলে নেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পাকিস্তানের মিডল-অর্ডার দাঁড়াতেই পারেনি।
২৪৭ রানের পুঁজি নিয়ে খেলতে নেমে ভারতীয় বোলাররা সম্মিলিতভাবে দুর্দান্ত পারফর্ম করেন। যদিও ভারতের ব্যাটিং বিভাগ এদিন বড় স্কোর করতে পারেনি, হার্লিন দেওল (৪৬) এবং রিচা ঘোষের (অপরাজিত ৩৫) শেষ দিকের ক্যামিও ইনিংসে দল একটি লড়ার মতো স্কোর খাড়া করতে সক্ষম হয়।
এই জয়ে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অপ্রতিরোধ্য রেকর্ড অক্ষুণ্ণ রাখল ভারত। পাকিস্তানের ব্যাটার সিদরা আমিনের একক লড়াই ব্যর্থ করে টিম ইন্ডিয়া বুঝিয়ে দিল, কেন তারা এই টুর্নামেন্টের অন্যতম দাবিদার।