India VS England | ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ সম্প্রচারে থাকছে দুটি সংস্থা! টেলিভিশন-ডিজিটালে স্বত্ব আলাদা আলদা

India VS England | ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ সম্প্রচারে থাকছে দুটি সংস্থা! টেলিভিশন-ডিজিটালে স্বত্ব আলাদা আলদা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ২০ জুন থেকে হেডিংলেতে শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সাধারণত কোনও সিরিজের সম্প্রচার স্বত্ব দেওয়া হয় একটি নির্দিষ্ট সংস্থাকেই। কিন্তু এবারে চিত্রটা ভিন্ন। কারণ এই সিরিজ সম্প্রচারের দায়িত্ব বর্তেছে দুটি ভিন্ন সংস্থার ওপর। একটি সংস্থা যেমন টিভিতে খেলা দেখাবে অন্য সংস্থা দেখাবে ডিজিটাল মাধ্যমে। এখানে কথা হচ্ছে ভারতীয় দুটো সম্প্রচারকারী সংস্থা জিয়োস্টার ও সোনির।

সূত্রের খবর, এই দুই সংস্থা একটি চুক্তি করেছে যেখানে ঠিক হয়েছে যে, ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ টেলিভিশনে দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে। অপরদিকে ডিজিটাল সম্প্রচারের স্বত্ব পেয়েছে জিয়োস্টার। ডিজিটাল মাধ্যম জিয়োহটস্টার অ্যাপে এই সিরিজ দেখা যাবে সরাসরি।

এই প্রসঙ্গে জিয়োস্টারের সিইও সংযোগ গুপ্ত বলেন, ‘এই চুক্তিতে দুটো সংস্থাই লাভবান হয়েছে। ডিজিটাল মাধ্যমে জিয়োহটস্টার গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এদিকে সোনিও দীর্ঘ দিন ধরে ভারতে ক্রিকেটের সম্প্রচারের সঙ্গে যুক্ত। সেই কারণে  ঠিক করা হয়েছে যে, এই দুই সংস্থা মিলেই এই সিরিজের সম্প্রচার করবে।’

অপরদিকে সোনি পিকচার্স নেটওয়ার্কের এমডি ও সিইও গৌরভ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন, ‘ক্রিকেটপ্রেমীদের কথা ভেবেই এই চুক্তি হয়েছে। আমরা আশা করছি এই চুক্তি ভারতে ক্রিকেটের সম্প্রচারের এক নতুন দিক খুলে দেবে। অনেক ধন্যবাদ জানাই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *