উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্যর্থ হয়ে গেল রবীন্দ্র জাদেজার লড়াই। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২ রানে ইংল্যান্ডের কাছে হেরে গেল ভারত। ১৭০ রানেই এদিন গুটিয়ে গেল ভারতের ইনিংস যার দায় অবশ্যই নিতে হবে টপ ব্যাটিং অর্ডারকে।
খেলার শেষদিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৩৫ রান, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু লর্ডসে স্টোকস-আর্চারদের সামনে কার্যত অসহায় লাগল ঋষভ পন্থ (৯), লোকেশ রাহুল (৩৯), ওয়াশিংটন সুন্দরদের(০)। এরপরেই চাপের মুখে ইনিংস সামলানোর দায়িত্ব নেন জাদেজা। শেষদিকে নীতীশ, বুমরাহ ও সিরাজকে নিয়ে হার না মানা লড়াই চালালেন তিনি, কিন্তু শেষরক্ষা হল না। জাদেজা শেষপর্যন্ত ৬১ রানে অপরাজিত থেকে গেলেও ১৭০ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। আর এই হারের মধ্যে দিয়েই সিরিজে ১-২ তে পিছিয়ে গেল ভারত।