উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও ঠিক ৩৮৭ রান করে ইনিংস শেষ করেছে। এর পাশাপাশি এই ম্যাচে ভারতীয় দল এক বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে।
ভারতের এই ইনিংসে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন কেএল রাহুল, যিনি দুর্দান্ত শতরান (১০০ রান) হাঁকিয়েছেন। এছাড়াও, রবীন্দ্র জাদেজা ৭২ রান এবং ঋষভ পন্থ ৭৪ রানের মূল্যবান ইনিংস খেলে দলের স্কোরকে মজবুত করেছেন। তবে এই ম্যাচের অন্যতম উল্লেখযোগ্য দিক হল ভারতের ছক্কা মারার রেকর্ড। এই টেস্ট সিরিজে ভারত ইতিমধ্যেই ৩৬টি ছক্কা মেরেছে, যা বিদেশের মাটিতে একটি টেস্ট সিরিজে কোনও দলের মারা সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের দখলে, যারা ১৯৭৪-৭৫ সালে ভারতের বিরুদ্ধে ৩২টি ছক্কা মেরেছিল।শুভমন গিলের নেতৃত্বে ভারত এই সিরিজের মাত্র তৃতীয় ম্যাচেই সেই মাইলফলক স্পর্শ করে ফেলল।