উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে জয়ের ধারা বজায় রাখল ভারতীয় ক্রিকেট টিম। ইডেনের পর এবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম, ৪ বল বাকি থাকতেই ম্যাচ নিজেদের পকেটে পুরে নিল তাঁরা। আর এই জয়ের সঙ্গেই সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৬৫ রান তোলে ইংল্যান্ড। এদিন খেলার প্রথম ওভারেই ফিল সল্টের উইকেট পকেটে পোরেন ভারতের অর্শদীপ সিংহ। অপর অপেনার বেন ডাকেট ফেরেন ৩ রানের মাথায়। তবে শুরুর এই ধাক্কা কাটিয়ে এবং ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলারের অনবদ্য ইনিংসের ওপরে ভর করেই ১৬৬ রানের লক্ষ্যমাত্রা ভারতের সামনে খাড়া করতে সক্ষম হয় ইংল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে একসময় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল ভারতীয় দল । তবে সেখান থেকে তিলক বর্মা-র ম্যাচ জেতানো ইনিংসে ভর করে ৪ বল বাকি থাক্তেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত। ৫৫ বলে ৭২ রানে করে অপ্রাজিত থাকেন তিলক। আজ চাপের মুখে তিলকের খেলা এই অসামান্য ইনিংস আরও একবার দলে তাঁর গুরুত্ব বোঝাল তা বলাই বাহুল্য।