উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের চতুর্থ দিনের শেষে ০/২ থেকে ১৭৪/২ স্কোরে পৌঁছে ভারতের সম্মান বাঁচালেন অধিনায়ক শুভমন গিল এবং ওপেনার কেএল রাহুল। যশস্বী জয়সওয়াল এবং বি সাই সুদর্শন প্রথম ওভারেই শূন্য রানে আউট হওয়ার পর, এই দুই ব্যাটারের অর্ধশতরানের ইনিংসে টেস্ট বাঁচানোর ক্ষীণ আশা জিইয়ে রাখল ভারত। দিনের শেষে ইংল্যান্ডের থেকে ১৩৭ রানে পিছিয়ে আছে ভারত।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ভারত। প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল ও সুদর্শন। তবে এরপরই দলের হাল ধরেন শুভমন গিল এবং কেএল রাহুল। দুজনেই ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। তাঁদের দৃঢ় ব্যাটিংয়ে দিনের বাকি সময়টা আর কোনও উইকেট হারায়নি ভারত।
এর আগে, ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টের ইতিহাসে সর্বোচ্চ ৬৬৯ রানের বিশাল স্কোর খাড়া করে। বেন স্টোকস ১৪১ রানের এক অসাধারণ ইনিংস খেলে ইংল্যান্ডকে এই বিশাল রান সংগ্রহে নেতৃত্ব দেন। অপরদিকে এই টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহের বিরাট কোহলির রেকর্ড এদিন ভেঙে দিয়েছেন শুভমন গিল। একই সঙ্গে, ইংল্যান্ডের মাটিতে এক টেস্ট সিরিজে ৬৫০ রান করা প্রথম এশীয় ব্যাটার হিসেবেও নতুন মাইলফলক স্থাপন করেছেন তিনি।