উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে এক নাটকীয় ড্র করে সিরিজে টিকে থাকল ভারত। শেষ দিনে রবীন্দ্র জাদেজা (১০৭) ও ওয়াশিংটন সুন্দরের (১০৩) অসাধারণ সেঞ্চুরির সুবাদে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ভারত এই অবিস্মরণীয় ড্র নিশ্চিত করল। এর আগে, অধিনায়ক শুভমান গিলের অনবদ্য সেঞ্চুরি (১০৩) ভারতীয় দলের পায়ের তলার মাটি শক্ত করতে সাহায্য করেছিল।
ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে ৩১১ রানের লিড নিয়ে ভারতকে চাপে ফেলে দিয়েছিল। চতুর্থ দিনের শুরুতে ভারত দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে গেলেও, অধিনায়ক শুভমান গিল এবং ওপেনার কেএল রাহুল (৯০) দলকে স্থিতিশীল জায়গায় পৌঁছে দেন। গিল তাঁর দুর্দান্ত ইনিংসের মাধ্যমে ইংল্যান্ডের মাটিতে এক টেস্ট সিরিজে চারটি সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েন।
গিলের বিদায়ের পর, ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়ে দলের হাল ধরেন। এই দুই বাঁহাতি ব্যাটসম্যান শুধু পরাজয় এড়াননি বরং শেষ উইকেটে দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচকে ড্রয়ের দিকে নিয়ে যান। তাঁদের লড়াকু পারফরম্যান্সের দরুন ভারত এখনও সিরিজে টিকে রয়েছে।