উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি (India Us Commerce Treaty) নিয়ে আলোচনা ইতিবাচক হয়েছে। নয়াদিল্লিতে ২ দেশের প্রতিনিধি দলের মধ্যে মঙ্গলবার প্রায় ৭ ঘন্টা আলোচনা হয়। এরপর এক বিবৃতিতে, বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘আলোচনা ইতিবাচক এবং ভবিষ্যতমুখী হয়েছে এবং প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। উভয়পক্ষের জন্য উপকারী এমন একটি চুক্তির দ্রুত রূপায়নের জন্য জোরদার চেষ্টা করতে সম্মত হয়েছে দুই দেশ।’
উল্লেখ্য রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করায় ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ‘বন্ধু’ ভারতের প্রতি এই ভূমিকায় দুই দেশের মধ্যে চলতে থাকা বাণিজ্য আলোচনা বন্ধ হয়ে যায়। যদিও তাতে ভারত তেল আমদানি থামায়নি। উলটে এসসিও বৈঠকে উপস্থিত হয়ে রাশিয়া, চিনকে পাশে নিয়ে আমেরিকাকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর থেকেই ধীরে ধীরে নরম হয়েছে ওয়াশিংটনের সুর।
ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ‘বাণিজ্য বাধা কাটাতে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত ও আমেরিকা।’ তার সেই মন্তব্যের পর মঙ্গলবার দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার টেবিলে বসে দুপক্ষ।
হঠাৎ ট্রাম্পের সুর নরমের পেছনে বেশ কিছু কারণ রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। তাঁদের মতে, ট্রাম্প বুঝে গিয়েছেন যে, ক্ষমতার যে মেরুকরণ তৈরি হয়েছে, তাতে ভারতকে হাতে রাখতেই হবে। বিশেষ করে চিনের মোকাবিলায় ভারতকে প্রয়োজন। এছাড়া আমেরিকার পণ্যের বিরাট বাজার রয়েছে ভারতে। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে আমেরিকাকেও বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিন প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে ভারতের বাণিজ্যমন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বাধীন প্রতিনিধিদের ৭ ঘন্টা বৈঠক হয়। তবে মঙ্গলবারের বৈঠকটি অগাস্টে স্থগিত থাকা ষষ্ঠ দফার আলোচনা নয়, বরং পরবর্তী আলোচনার মঞ্চ তৈরির জন্য একটি প্রস্তুতিমূলক বৈঠক বলেই জানা গেছে।