India-US commerce deal | যে কোনও সময় ঘোষণা! চূড়ান্ত হওয়ার পথে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি

India-US commerce deal | যে কোনও সময় ঘোষণা! চূড়ান্ত হওয়ার পথে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : শীঘ্রই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির ঘোষণা হবে, এমন জানালেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। খুব দ্রুত এর ঘোষণা হবে।’ সেই সঙ্গে হোয়াইট হাউসের তরফে ভারতকে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ কৌশলগত বন্ধু বলে মন্তব্য করা হয়েছে।

ক্যারোলিন লিভিট বলেছেন, ‘ভারত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত বন্ধু। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির খুব ভালো সম্পর্ক রয়েছে এবং তিনি তা অব্যাহত রাখবেন।’ এরপরই তিনি ইঙ্গিত দেন যে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। লিভিট বলেন, ‘রাষ্ট্রপতি গত সপ্তাহে জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি খুব দ্রুত স্বাক্ষর হবে। এটি সত্যি। আমি এই বিষয়ে আমাদের বাণিজ্য সচিবের সঙ্গে কথা বলেছি। চুক্তি সম্পর্কে চূড়ান্ত পর্বের কথা চলছে।’

সোমবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ৮ জুলাইয়ের মধ্যে স্বাক্ষরিত হতে পারে ভারত-মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি। উভয়পক্ষই শর্তে একমত হয়েছে। বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে একটি দল এনিয়ে চূড়ান্ত আলোচনা করতে বর্তমানে ওয়াশিংটনে রয়েছে।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ‘বিগ বিউটিফুল ইভেন্ট’ নামে একটি অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে সকলেই চুক্তি করতে চায়। আমরা চিনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি। বড়সড়ো আরও একটা চুক্তি করতে চলেছি, সম্ভবত ভারতের সঙ্গে।’

হোয়াইট হাউসে দ্বিতীয়বার ক্ষমতায় এসে শুল্কযুদ্ধের ঘোষণা করেন ট্রাম্প। সেই তালিকায় চিন, কানাডার পাশাপাশি ছিল ভারতও। ১০ শতাংশ বাধ্যতামূলক শুল্ক ছাড়াও ভারতীয় পণ্যে আরও ২৬ শতাংশ কর চাপিয়েছিলেন ট্রাম্প। যদিও পরে শুল্ক আরোপের দিনক্ষণ পিছিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। ৯ জুলাই পর্যন্ত দেশগুলিকে সময় দিয়েছিলেন ট্রাম্প। তার পর থেকে নতুন হারে শুল্ক আদায় শুরু করবে আমেরিকা। সেকথা মাথায় রেখে ৮ জুলাইয়ের আগেই স্বাক্ষরিত হতে পারে ভারত-মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি। তা নিয়ে টানা আলোচনা চলেছে। সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে ইঙ্গিত মিলেছে ট্রাম্পের কথায়।

ভারত থেকে রপ্তানি হওয়া বস্ত্র, গয়না, চর্মজাত জিনিস, প্লাস্টিক, কেমিকেল, চিংড়ি, তৈলবীজ, ফল ইত্যাদির উপর মার্কিন কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পালটা ইলেকট্রিক গাড়ি, মদ, ডেয়ারি পণ্যে কর কমাতে বলেছে আমেরিকাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *