India-US Commerce Deal | বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ ভারত-আমেরিকা, জারি দর কষাকষি! বললেন মার্কিন প্রেসিডেন্ট

India-US Commerce Deal | বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ ভারত-আমেরিকা, জারি দর কষাকষি! বললেন মার্কিন প্রেসিডেন্ট

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির খুব কাছাকাছিই রয়েছে আমেরিকা (India-US Commerce Deal)। এখনও দর কষাকষি (Negotiations) চললেও তা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বুধবার এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। তবে চুক্তি চূড়ান্ত কবে হতে চলেছে, সেটা স্পষ্ট করেননি তিনি।

বুধবার হোয়াইট হাউসে বাহরিনের যুবরাজ এবং প্রধানমন্ত্রী সলমন বিন হামাদ আল খলিফার সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমরা ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি।’ পরে মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারেও একই দাবি করে তিনি বলেন, ‘আমরা অনেক দুর্দান্ত দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছি। আমাদের আরও একটি চুক্তি আসছে, যা সম্ভবত ভারতের সঙ্গে। আমি জানি না, তবে দর কষাকষি চলছে।’ তিনি আরও বলেন, ‘আমরা চিঠি পাঠিয়েই সবচেয়ে ভালো চুক্তিটি করতে পারি। সেই চিঠিতে বলা থাকবে যে, আপনাদের ৩০ শতাংশ, ২৫ শতাংশ, ৩৫ শতাংশ, ২০ শতাংশ শুল্ক দিতে হবে (আমেরিকায় রপ্তানি করা পণ্যের উপর)। আমাদের কাছে ঘোষণা করার জন্য আরও বেশ কিছু ভালো চুক্তি রয়েছে।’

ভারতের বাণিজ্য মন্ত্রকের একটি প্রতিনিধিদল বাণিজ্য চুক্তির বিষয়ে নতুন করে আলোচনার জন্য আমেরিকায় গিয়েছে। শুল্ক যাতে যতটা সম্ভব হ্রাস করা যায় সেই লক্ষ্যেই আমেরিকার সঙ্গে দর কষাকষি চালাচ্ছে ভারত। বিশেষ করে নির্দিষ্ট পণ্য ও পরিষেবার উপর যাতে ২০ শতাংশের নীচে শুল্ক রাখার যায়, সেদিকেই লক্ষ্য রাখা হয়েছে। তবে ভারতের উপর ঠিক কত শতাংশ শুল্ক চাপতে চলেছে, তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত দেননি ট্রাম্প।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *