উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষর করল ভারত (India-UK free commerce deal)। বৃহস্পতিবার লন্ডন থেকে যৌথ সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার (Keir Starmer)। দীর্ঘ আলোচনার পরে গত ৬ মে ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছিল। এবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন মোদি-স্টারমার। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এবং ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে স্টারমার লিখেছেন, ‘ভারতের সঙ্গে একটি যুগান্তকারী চুক্তি হল। এর ফলে ব্রিটেনে চাকরি, বিনিয়োগ এবং প্রবৃদ্ধি হবে। এই চুক্তির ফলে হাজার হাজার ব্রিটিশ কর্মসংস্থান তৈরি হবে। ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি হবে।’
A landmark cope with India means jobs, funding and development right here within the UK.
It creates hundreds of British jobs, unlocks new alternatives for companies and places cash within the pockets of working individuals.
That’s our Plan for Change in motion. https://t.co/fU9Nx98Wht
— Keir Starmer (@Keir_Starmer) July 24, 2025
যৌথ সাংবাদিক বৈঠকে স্টারমারের পাশে দাঁড়িয়ে মোদি বলেন, ‘আজ আমাদের (ভারত এবং ব্রিটেনের) সম্পর্কের এক ঐতিহাসিক দিন। বেশ কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর, আজ দুই দেশ একটি অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে।’ এই বাণিজ্য চুক্তির ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় বস্ত্র, জুতো, মূল্যবান রত্ন, প্রযুক্তিগত পণ্য আরও বেশি করে পাওয়া যাবে। পাশাপাশি ভারতের কৃষিজাত পণ্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য ব্রিটেনের বাজার আরও প্রশস্ত হবে বলে মনে করছেন তিনি। এই চুক্তির ফলে ভারতের তরুণ প্রজন্ম, কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র-কুটির ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িতরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলে জানান মোদি।