উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে শুভমান গিলকে (Shubman Gill) অধিনায়ক নির্বাচন করলে ভারত। বিসিসিআইয়ের তরফে সাংবাদিক সম্মেলন করে ইতিমধ্যেই এই ঘোষণা করেছে অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচক কমিটি। সহ অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্থকে। ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামছে ভারতীয় ক্রিকেট দল (India Take a look at Squad)। টেস্ট দল থেকে রোহিত শর্মা, বিরাট কোহলির অবসরের পর কারা দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত বোর্ডের ঘোষণায় সেই জল্পনায় ইতি পড়েছে।
যদিও নয়া টিম ইন্ডিয়ার ছবিটা অনেক আগেই জানা হয়ে গিয়েছিল দুনিয়ার। পরিবর্তনের মধ্যে দিয়ে চলা ভারতীয় ক্রিকেটের নয়া কান্ডারী হলেন শুভমান গিল। তাঁর ডেপুটির দায়িত্ব পেলেন ঋষভ পন্থ। আট বছর পর টিম ইন্ডিয়ায় ফিরলেন করুণ নায়ার। চমক হিসেবে বাদ পড়েছেন কোচ গৌতম গম্ভীরের ‘কোলের ছেলে’ বলে পরিচিত হর্ষিত রানা। তাঁর বদলে বাঁ হাতি পেশার অর্শদীপ সিংয়ের উপরে ভরসা রেখেছেন নির্বাচকরা। বাদ পড়েছেন মহম্মদ সামি। মিশন ইংল্যান্ডের ১৮ সদস্যের ভারতীয় স্কোয়াডে রয়েছেন বাংলার দুই প্রতিনিধি অভিমন্যু ঈশ্বরণ ও আকাশদীপ। আকাশদীপের প্রথম একাদশে চান্স পাওয়ার সম্ভাবনা জোরালো। কিন্তু অভিমন্যুর টেস্ট অভিষেক হতে হলে যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, বি সাই সুদর্শনের মধ্যে কাউকে চোটের কারণে বসতে হবে।
এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে প্রথম টেস্টের সম্ভাব্য একাদশে সুযোগ পেতে চলেছেন যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, করুণ নায়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, প্রসিধ কৃষ্ণা, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।