উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের (INDIA) রাশিয়া (RUSSIA) থেকে তেল কেনার যুক্তি দিয়ে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। কিন্তু ভারত ওই চাপকে তোয়াক্কা না করে রাশিয়া থেকে তেল কেনা অব্যহত রেখেছে। এমনকী প্রয়োজনে রাশিয়া থেকে তেল কেনার পরিমান আরও বাড়তে পারে বলে জানিয়েছে নয়াদিল্লি।
চিনে সদ্য শেষ হয়েছে এসসিও সম্মেলন। সেখানে নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) মধ্যে বন্ধুত্ব দেখে বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারির পরেও ভারত-রাশিয়া বন্ধুত্ব অটুট থাকবে।
এবার কী তাহলে সেই বন্ধুত্বের লাভ পাবে ভারত? কয়েকটি রিপোর্টের ভিত্তিতে বলা যায়, রাশিয়া থেকে আরও কম দামে অপরিশোধিত তেল কিনবে ভারত। এতে ব্যারল প্রতি তিন থেকে চার মার্কিন ডলার কমতে পারে। ওই সুফল মিলতে পারে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে।
শুধু তেল নয়, রাশিয়া এবং ভারতের মধ্যে সামরিক দিক থেকেও ঘনিষ্ঠতা বাড়তে পারে বলে মত অনেকের। রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভ জানিয়েছেন, এস-৪০০ (S-400) ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র আরও বেশি করে কেনার ব্যাপারে মস্কো ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। রাশিয়া ২০২৬ এবং ২০২৭ সালে আরও দুই ইউনিট এস-৪০০ ভারতকে দিতে পারে।