India-Pakistan Rigidity | ‘এখন যুদ্ধের পরিবর্তে দর কষাকষি করা উচিত’, ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে মন্তব্য সেলিমের

India-Pakistan Rigidity | ‘এখন যুদ্ধের পরিবর্তে দর কষাকষি করা উচিত’, ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে মন্তব্য সেলিমের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান (India-Pakistan Rigidity) যুদ্ধ পরিস্থিতি। চড়ছে উত্তেজনার পারদ। তবে যুদ্ধের পক্ষে নয় সিপিএম। আবারও তা স্পষ্ট করলেন দলের বর্ষীয়ান নেতা বিমান বসু ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দবস উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ জানাতে শুক্রবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন বিমান বসু, মহম্মদ সেলিমরা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বর্ষীয়ান সিপিএম নেতারা।

বিমান বসু (Biman Basu) বলেন, ‘কাশ্মীরে জঙ্গিহানার জবাবে ইন্ডিয়ান আর্মি প্রাথমিকভাবে যে কাজটা করেছে, সেটা ভালো। তবে এখন যুদ্ধের পরিবর্তে দর কষাকষি করা উচিত।’

বিমান বসু বলেন, ‘রবীন্দ্রনাথও যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। কারণ, যুদ্ধ ধ্বংসের প্রতীক।’ একই সুরে সেলিম বলেন, ‘যুদ্ধ বলুন বা শান্তি, সব প্রসঙ্গে রবীন্দ্রনাথ এখনও প্রাসঙ্গিক। সেজন্যই উনি বিশ্বকবি।’ সেলিমের কথায়, ‘এরকম যুদ্ধে কেউই জয়ী হয় না। কারণ, সেনায় সেনায় যুদ্ধ হলে সীমান্তের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *