উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারত ও পাকিস্তানের সংঘাতে নামানো হয়েছিল পাঁচটি বিমান। এমনই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই পাঁচটি বিমানের মধ্যে ক’টা ভারতের আর ক’টা পাকিস্তানের তা অবশ্য খোলসা করেননি ট্রাম্প। এক্স হ্যান্ডেলে পোস্ট করা ট্রাম্পের একটা ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতে যুদ্ধবিমান ভেঙে পড়া নিয়ে এখনও নানান দাবি করেছে দুই দেশই। পাকিস্তানের দাবি ছিল, রাফাল-সহ ভারতের ছয়টি যুদ্ধবিমান নামিয়েছে তারা। তবে ভারত সরকার নির্দিষ্ট সংখ্যা জানায়নি। সেই নিয়ে এবার জল্পনা আরও উস্কে দিলেন ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকানদের সঙ্গে নৈশভোজে যোগ দেন ট্রাম্প। সেখানে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন,”আমরা অনেকগুলি যুদ্ধ থামিয়েছি। আর সেগুলি যথেষ্ট গুরুতর ছিল। ভারত ও পাকিস্তানের যুদ্ধপরিস্থিতিতে একাধিক বিমান নামানো হচ্ছিল। আমি যতদূর জানি, আসলে পাঁচটি বিমান নামানো হয়। দু’টি পারমাণবিক শক্তিধর দেশ পরস্পরকে আঘাত করছিল। এটা আসলে নতুন ধরনের যুদ্ধ।”
#WATCH | Washington, D.C.: US President Donald Trump says, “We stopped a number of wars. And these have been severe, India and Pakistan, that was happening. Planes have been being shot out of there. I feel 5 jets have been shot down, truly. These are two severe nuclear nations, and so they… pic.twitter.com/MCFhW406cT
— ANI (@ANI) July 18, 2025
ট্রাম্প আরও বলেন, “আপনারা দেখেছেন, ইরানের কী অবস্থা করেছি আমরা। ওদের পরমাণু শক্তি ভেঙে দিয়েছি। একেবারে ভেঙে দিয়েছি। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামছিল না। দিনে দিনে বড় আকার ধারণ করছিল। আমরা বাণিজ্যের মাধ্যমে সমাধান বের করি। পরিষ্কার জিজ্ঞেস করি, ব্যবসা-বাণিজ্য চালু রাখতে চাও কি? এভাবে পরস্পরকে লক্ষ্য করে অস্ত্র বা পরমাণু অস্ত্র ছুড়লে আমরা ব্যবসা করব না। দুই দেশই পরমাণু অস্ত্রে শক্তিশালী।” (India-Pakistan Battle)
প্রসঙ্গত, পরবর্তীতে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে যায়। ট্রাম্পই প্রথমে যুদ্ধবিরতির কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে কৃতিত্ব দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত স্পষ্ট জানিয়েছে, কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপে নয়, ভারত ও পাকিস্তান পারস্পরিক সম্মতিতেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।