India-Pakistan Battle | অবশেষে ভারত-পাক যুদ্ধ বিরতি, ঘোষণা বিদেশসচিবের

India-Pakistan Battle | অবশেষে ভারত-পাক যুদ্ধ বিরতি, ঘোষণা বিদেশসচিবের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি (International Secretary Vikram Misri)। শনিবার বিকেল ৫টা থেকেই যুদ্ধবিরতি লাগু হয়েছে।

পাকিস্তানের (Pakistan) সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিল ভারত (India)। এদিন সন্ধ্যে ৬ টা নাগাদ সাংবাদিক বৈঠকে করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। তিনি বলেন, ‘আজ বিকেল ৫টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’ মাত্র ১-২ মিনিট স্থায়ী হয় এই সাংবাদিক বৈঠকটি। জানা গেছে, এদিন বিকেল ৩টে ৩৫ মিনিট নাগাদ পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (DGMO) ভারতের ডিজিএমও-কে ফোন করেন। সেই ফোনালাপে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মতি জানায়। সিদ্ধান্ত হয়, আজ বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র সব ক্ষেত্রেই সামরিক অভিযান ও গুলি চালানো সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

এদিন বিকেল নাগাদ এক্স হ্যান্ডেলে (X-handle) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) লেখেন, ‘আমেরিকার মধ্যস্থতায় রাতভর (আমেরিকার হিসাবে) আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ এরপর ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে স্বাগত জানিয়ে ট্রাম্পের মন্তব্য, ‘বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে (যুদ্ধবিরতি) মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’ ট্রাম্পের এই পোস্টের পর দুই দেশের তরফেই যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানানো হয়। প্রথমে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদার সামাজিক মাধ্যমে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। পরে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি সাংবাদিক বৈঠক করে জানান, পাকিস্তানের আর্জিতে সাড়া দিয়ে ভারত সংঘর্ষ থামাতে রাজি হয়েছে। তবে দুই দেশের কেউই ট্রাম্পের মধ্যস্থতার কথা উল্লেখ করেনি।

যুদ্ধ বিরতি ঘোষণা হতেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S. Jaishankar) এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারত এবং পাকিস্তান সামরিক অভিযান এবং গোলাগুলি বন্ধ করার বিষয়ে একটি বোঝাপড়ায় এসেছে। ভারত ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপসহীন অবস্থান নিয়ে এসেছে। এটি বজায় থাকবে।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *