India-Pakistan airspace | পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল ভারত

India-Pakistan airspace | পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল ভারত

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল ভারত। সোমবার নয়াদিল্লির তরফে এবিষয়ে নয়া নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ২৪ জুলাই পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের কোনও যাত্রীবাহী বা সামরিক বিমান। অন্যদিকে, ইসলামাবাদও একই পদক্ষেপ করেছে।শেহবাজ শরিফের সরকার পালটা নির্দেশিকা জারি করে জানিয়েছে, ভারতের সমস্ত বিমানের জন্য তাদের আকাশসীমা আগামী ২৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

২২ এপ্রিল জঙ্গি হামলায় রক্তাক্ত হয় পহলগামের বৈসরন উপত্যকা। জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। ১৬ জন গুরুতর আহত হন। পহলগাম কাণ্ডের পর ২৩ এপ্রিল ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। এরপর পালটা পদক্ষেপ করে ভারতও। পরবর্তীতে সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। সংঘর্ষবিরতি ঘটলেও এখনও দুই দেশ আকাশসীমায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। উলটে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হল।

সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পাকিস্তানের যাত্রীবাহী ও সামরিক বিমান তো বটেই, পাকিস্তান ভাড়া নিয়েছে এমন বিমান ও অপারেটরদের জন্যও জারি থাকবে এই নিষেধাজ্ঞা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *