India-Pakistan | ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে দিল্লির কোটে বল ঠেলল পাক প্রধানমন্ত্রী

India-Pakistan | ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে দিল্লির কোটে বল ঠেলল পাক প্রধানমন্ত্রী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লন্ডনে (london) গিয়ে প্রবাসী পাকিস্তানিদের একটি সভায় ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের (Shahbaz Sharif) মুখে ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে কথা শোনা গেল। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে হলে আগে কাশ্মীর (Kashmir) সমস্যার সমাধান প্রয়োজন। তাহলেই ভারত-পাক সম্পর্ক মজবুত হবে।

তিনি ভারতকে খোঁচা দিয়ে বললেন, ‘ওই অঞ্চলে শান্তি ফেরানোর দায়িত্ব ভারতের (INDIA)। ভারত এবং পাকিস্তান প্রতিবেশী দেশ। আমাদের একসঙ্গে থাকা শিখতে হবে।’ শাহবাজ় আরও জানালেন, কাশ্মীরিদের রক্ত বৃথা যাবে না।

ভারত ও পাকিস্তানের মধ্যে এ পর্যন্ত চারটি যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধগুলিতে কোটি কোটি টাকা খরচ হয়েছে। যুদ্ধে যে টাকা খরচ হয়েছে, তা দিয়ে দুই দেশের অনেক উন্নয়ন করা যেত বলে মত পাক প্রধানমন্ত্রীর। শাহবাজ অভিযোগ, ভারত সহযোগিতার পরিবর্তে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।

শুধু কাশ্মীর প্রসঙ্গ নয়, গাজ়ার পরিস্থিতি নিয়েও উদ্বেগপ্রকাশ করেন শাহবাজ়। তাঁর দাবি, গাজ়ায় বহু মানুষ মারা গিয়েছেন। তাঁদের খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র বন্ধ করে দেওয়া হয়েছে।

২২ এপ্রিল পহেলগাম হামলার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। ভারত প্রথম থেকেই এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে। প্রত্যাঘাত হিসাবে ভারত ৭ মে  অপারেশান সিঁদুর অভিযান করে। ওই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। চার দিনের সংঘর্ষের পর উভয় দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়। তবে এখনও পর্যন্ত দু’দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। আর সেই এমন আবহে ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *