India-Pak Ceasefire | বাণিজ্যচুক্তির প্রসঙ্গ টানতেই ভারত-পাক সংঘাত থেমেছে! ফের একই দাবি ট্রাম্পের

India-Pak Ceasefire | বাণিজ্যচুক্তির প্রসঙ্গ টানতেই ভারত-পাক সংঘাত থেমেছে! ফের একই দাবি ট্রাম্পের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিজের দাবি থেকে যেন অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। ফের ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি (India-Pak Ceasefire) সম্ভব করার দাবি করলেন তিনি। ভারত এর আগেই মার্কিন মধ্যস্থতার দাবি প্রত্যাখ্যান করেছে। কিন্তু তারপরেও একই কথা বলে ফের বিতর্ক বাড়ালেন ট্রাম্প। এই সুযোগেই কেন্দ্রের বিজেপি (BJP) সরকারকে তুলোধনা করতে ছাড়ল না কংগ্রেস (Congress)।

বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে ইরান-ইজরায়েল, রাশিয়া-ইউক্রেন সহ বিশ্বজুড়ে চলা সাম্প্রতিক যুদ্ধ বা সংঘাত প্রসঙ্গে কথা বলছিলেন তিনি। তখনই তিনি ভারত-পাক সংঘাতের কথা উল্লেখ করে বলেন, ‘এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভারত-পাকিস্তান সংঘাত। সেই সময় আমি বেশ কয়েকবার ফোন করে তা থামিয়েছি। আমি বলেছিলাম, যদি তোমরা একে অপরের সঙ্গে সংঘাত চালিয়ে যাও, তাহলে আমরা তোমাদের সঙ্গে কোনও বাণিজ্যচুক্তি করব না।’ ট্রাম্প আরও বলেন, ‘জেনারেল (পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির) খুবই চিত্তাকর্ষক। প্রধানমন্ত্রী মোদিও আমার একজন ভালো বন্ধু, একজন ভদ্রলোক। তাঁদের সঙ্গে আমি কথা বলেছিলাম। তারা (ভারত-পাক) বলেছিল যে বাণিজ্যচুক্তি চায়। তাই আমরা একটি পরমাণু যুদ্ধ বন্ধ করে দিয়েছি।’

আর ট্রাম্পের এই মন্তব্য সামনে আসতেই কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ১৮তম বার এই দাবি করেছেন বলে জানিয়েছে হাত শিবির। ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করে প্রধানমন্ত্রী মোদি ভারতের স্বার্থকে ‘ক্ষুন্ন’ করেছেন বলে দাবি করেছেন কংগ্রেস নেতা পবন খেরা। যদিও ট্রাম্পের মন্তব্যের পর কেন্দ্রের তরফে এখনও এনিয়ে কিছু বলা হয়নি।

প্রসঙ্গত, গত মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির পর থেকেই ট্রাম্প দাবি করা শুরু করেন যে মার্কিন মধ্যস্থতাতেই সম্ভব হয়েছে এটি। যদিও তা অস্বীকার করেছিল ভারত। এমনকি সম্প্রতি ট্রাম্পের সঙ্গে ফোনালাপেও মোদি স্পষ্ট করে দেন, ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতিতে আমেরিকার কোনও ভূমিকা নেই। কিন্তু সে সবের কোনও তোয়াক্কা না করেই ফের একই কথা শোনা গেল ট্রাম্পের মুখে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *