উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। ১৪৪ বলে সেঞ্চুরি করেন এই ভারতীয় ওপেনার। তবে সেঞ্চুরি করার পরেই ১০১ রান করে ইংরেজ বোলার বেন স্টোকসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান যশস্বী। হাতে চোট নিয়েও নব্বইয়ের কোঠায় দাঁড়িয়ে দুটি চার হাঁকিয়েছেন তিনি।
এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ভারতের হয়ে প্রথমে ব্যাট করতে নামেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। কোনও ইংরেজ বোলারই তাঁদের পরাস্ত করতে পারছিলেন না। এই দুই ওপেনারের সামনে ইংরেজ বোলাররা কখনই মাথা তুলে দাঁড়াতে পারেননি। বিশেষ করে যশস্বী। ৪২ রানে আউট হয়ে যান রাহুল। রাহুলের আউটের পরেও বাঁহাতি ব্যাটারের দাপট থামেনি।
এর মধ্যে যখন তিনি ৯০ রানে, তখন ব্রাইডেন কার্সের বল সোজা এসে হাতে লাগে। কিন্তু তাতে দমে যাওয়ার পাত্র নন যশস্বী। মাঠে ফিজিও ঢুকে শুশ্রূষা করেন। চোট নিয়েই সেঞ্চুরির দোরগোড়ায় দুটি চার হাঁকান যশস্বী। পৌঁছে যান একেবারে ৯৯ রানে। সেখান থেকে একটা শর্ট রান। ইংল্যান্ডের মাঠে প্রথম টেস্টেই সেঞ্চুরি করলেন তিনি। তবে চা-পানের বিরতির পরই আউট হয়ে যান যশস্বী। ১৫৮ বলে তিনি করেন ১০১ রান। মারেন ১৬টি চার ও একটি ছক্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতও ক্রমশ বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে।