India-China | ক্রমেই কাটছে জটিলতা! জয়শংকরের পর এবার ডোভালের সঙ্গে বৈঠক চিনা বিদেশমন্ত্রীর

India-China | ক্রমেই কাটছে জটিলতা! জয়শংকরের পর এবার ডোভালের সঙ্গে বৈঠক চিনা বিদেশমন্ত্রীর

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাণিজ্য শুল্ক নিয়ে একদিকে যখন ভারত এবং আমেরিকার মধ্যে টানাপোড়েন চলছে, তখন সংঘাত ভুলে নতুন করে পাতা গজাচ্ছে ভারত-চিন (India-China) সম্পর্কে। এই পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে চিনা বিদেশমন্ত্রী ওয়াং য়ি-র বৈঠকের পরদিন, মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলোচনায় ফের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মধুরের দিকে গড়াল। বর্তমানে দুদিনের সফরে দিল্লিতে রয়েছেন চিনা বিদেশমন্ত্রী।

এদিন বৈঠক শেষে ডোভাল বলেন, ‘ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হওয়ায় লাভবান হয়েছে দুই দেশই। গত অক্টোবরে সেনা সমঝোতার পর সীমান্ত এলাকায় শান্তি ফিরেছে।’ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) সম্মেলনে যোগ দিতে চিন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তার আগে এদিন ডোভাল এবং ওয়াং দিল্লিতে বিশেষ প্রতিনিধিত্ব মেকানিজমের অধীনে ২৪তম বৈঠক করেন।

এদিন বৈঠক প্রসঙ্গে ওয়াং বলেন, ‘সীমান্তে এখন সুস্থিতি বজায় রয়েছে। আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। এখন দ্বিপাক্ষিক সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে। উন্নয়ন ও বিকাশই দুদেশের অন্যতম লক্ষ্য। মজবুত সম্পর্ক আমাদের দীর্ঘমেয়াদে সুফল দেবে।’ গত কয়েক বছরে দুই দেশের সম্পর্কের যেভাবে অবনতি হয়, তা দুই দেশের নাগরিকদেরই স্বার্থের পরিপন্থী বলে জানান ওয়াং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *