উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্পর্ক স্বাভাবিক করার পথে আরও একধাপ এগোলো ভারত ও চিন (India-China) । আগামী ২৬ অক্টোবর থেকে ২ দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে। দীর্ঘ ৫ বছর বন্ধ থাকার পর এই দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা (India China flight service) চালু হওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা। বৃহস্পতিবারই ভারতের বিদেশ মন্ত্রক বিমান চালুর কথা জানিয়েছে। বিমান সংস্থা ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরে আগামী ২৬ অক্টোবর থেকে তারা চিনে সরাসরি বিমান পরিষেবা শুরু করবে।
২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে ভারত-চিন সম্পর্কের অবনতি হয়। তারপর থেকেই বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। ২০২৪ সালের শেষ দিকে ফের দুই দেশের সম্পর্কের মধ্যে বরফ গলতে শুরু করে। রাশিয়ার কাজানে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শি জিনপিং। তারপর থেকে একাধিক বার দুই দেশের মধ্যে মন্ত্রীপর্যায়ে বৈঠক হয়েছে। সম্প্রতি এসসিও সামিটে অংশ নিতে বেজিংয়ে যান মোদি। তখনও জিনপিংয়ের সঙ্গে একদফা বৈঠক হয়েছে। তখন থেকেই দুই দেশের সিভিল এভিয়েশন অথরিটির মধ্যে বিষয়টি আলোচনার স্তরে ছিল। অবশেষে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, প্রথম ধাপে কলকাতা থেকে গুয়াংঝৌ রুটে প্রতিদিন একটি করে বিমান চলবে। এর কিছুদিন পরে দিল্লি ও গুয়াংঝৌ-এর মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হবে।